ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আজ শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সহ-আয়োজক হলেও যুক্তরাষ্ট্রে হচ্ছে বলেই বিশ্বকাপ নিয়ে এত আলোচনা। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে বিশ্বকাপ। এই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ ম্যাচ পরিচালনারও কীর্তি গড়েছেন তিনি। সৈকতসহ ১৪ আম্পায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার ‘ফিফটি’ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করার রেকর্ডে শীর্ষ দুইয়ে আছেন দুই পাকিস্তানি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৭৬ ও ৭২ ম্যাচ পরিচালনা করেছেন আহসান রাজা ও আলিম দার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন সৈকত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ছিল গত বছরের ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ। দুই ইনিংস মিলে হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রানের ইনিংসের রেকর্ড প্রোটিয়ারা করে এই ম্যাচে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যার মধ্যে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে যুক্তরাষ্ট্র। ম্যাচসেরা হয়েছেন আন্দ্রিস গাউস। ৪০ বলে ৪ চার ও ১০ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারায় গাউস যৌথভাবে ক্রিস গেইলের সঙ্গে দুইয়ে আছেন।
আরও পড়ুন:
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৫ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে