ক্রীড়া ডেস্ক
দলের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোল্টের অনুরোধেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড। ৩৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের অনুরোধের পর একাধিকবার আলোচনায় বসে দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত বোল্টের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিজের পরিবারকে বেশি সময় দেওয়া এবং বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলতেই কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। এর মধ্য দিয়েই ক্যারিয়ারের শেষ পর্বে জাতীয় দলে নিজের দায়িত্ব আরও কমিয়ে আনলেন তিনি। এদিকে দল নির্বাচনের ক্ষেত্রে চুক্তি থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কিউই বোর্ড।
বোল্টের চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে এক বিবৃতিতে কিউই বোর্ড জানিয়েছে, ‘আমরা ট্রেন্টের (বোল্ট) অবস্থানকে সম্মান জানাই। সে তার জায়গায় পুরোপুরি সৎ ছিল এবং সমস্যার কথা খোলাখুলিভাবে আমাদের জানিয়েছে। পূর্ণ চুক্তি থেকে তাকে হারানোটা দুঃখজনক। তাকে ধন্যবাদ এবং তার জন্য আমাদের শুভকামনা রইল।’
বোল্টের অবদানের কথা স্বীকার করে বিবৃতিতে আরও বলা হয়, ‘২০১১ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে দলের হয়ে ট্রেন্ট অনেক অবদান রেখেছে। এখন তাকে একাধিক সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। সে যা অর্জন করেছে, তার জন্য আমরা গর্বিত।’
বোল্টকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের মাঝে একাধিকবার আলাপ হয়েছে। আশা করি ট্রেন্ট এটা বুঝতে পারবে যে দলে বিবেচনার ক্ষেত্রে বোর্ড কেন্দ্রীয় কিংবা ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেবে।’
এদিকে চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে বোল্ট বলেছেন, ‘এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই বিষয়টা বুঝতে পারার জন্য। ক্রিকেট খেলাটা আমার শৈশবের স্বপ্ন ছিল। আমি ১২ বছর ধরে ব্ল্যাক ক্যাপসের হয়ে যা অর্জন করেছি সবকিছু নিয়ে গর্বিত। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমার স্ত্রী গের্ট এবং আমাদের তিন সন্তানের জন্য।’
দলের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোল্টের অনুরোধেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড। ৩৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের অনুরোধের পর একাধিকবার আলোচনায় বসে দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত বোল্টের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিজের পরিবারকে বেশি সময় দেওয়া এবং বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলতেই কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। এর মধ্য দিয়েই ক্যারিয়ারের শেষ পর্বে জাতীয় দলে নিজের দায়িত্ব আরও কমিয়ে আনলেন তিনি। এদিকে দল নির্বাচনের ক্ষেত্রে চুক্তি থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কিউই বোর্ড।
বোল্টের চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে এক বিবৃতিতে কিউই বোর্ড জানিয়েছে, ‘আমরা ট্রেন্টের (বোল্ট) অবস্থানকে সম্মান জানাই। সে তার জায়গায় পুরোপুরি সৎ ছিল এবং সমস্যার কথা খোলাখুলিভাবে আমাদের জানিয়েছে। পূর্ণ চুক্তি থেকে তাকে হারানোটা দুঃখজনক। তাকে ধন্যবাদ এবং তার জন্য আমাদের শুভকামনা রইল।’
বোল্টের অবদানের কথা স্বীকার করে বিবৃতিতে আরও বলা হয়, ‘২০১১ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে দলের হয়ে ট্রেন্ট অনেক অবদান রেখেছে। এখন তাকে একাধিক সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। সে যা অর্জন করেছে, তার জন্য আমরা গর্বিত।’
বোল্টকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের মাঝে একাধিকবার আলাপ হয়েছে। আশা করি ট্রেন্ট এটা বুঝতে পারবে যে দলে বিবেচনার ক্ষেত্রে বোর্ড কেন্দ্রীয় কিংবা ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেবে।’
এদিকে চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে বোল্ট বলেছেন, ‘এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই বিষয়টা বুঝতে পারার জন্য। ক্রিকেট খেলাটা আমার শৈশবের স্বপ্ন ছিল। আমি ১২ বছর ধরে ব্ল্যাক ক্যাপসের হয়ে যা অর্জন করেছি সবকিছু নিয়ে গর্বিত। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমার স্ত্রী গের্ট এবং আমাদের তিন সন্তানের জন্য।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৫ ঘণ্টা আগে