ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে বৃষ্টি যেন ‘নিয়মিত আগন্তুক’। তিন ম্যাচেই নিয়ম করে বাগড়া দিয়েছে বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। একই সঙ্গে লঙ্কান বোলারদের দাপটে রীতিমতো অসহায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ধসিয়ে দেওয়ার পথে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তৃতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। দুই ওপেনার তাকুজওয়ানাশে কাইতানো ও জয়লর্ড গাম্বি সাবলীলভাবে খেলতে থাকেন। ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে করে ৪০ রান। এরপরই হানা দেয় বৃষ্টি। ২ ঘণ্টা ১১ মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলে ওভারের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৩ ওভারে। বৃষ্টির পরই শুরু হয় হাসারাঙ্গার ভেলকি। ইনিংসের নবম ওভারে যখন ম্যাচে প্রথমবার তিনি বোলিংয়ে আসেন, তখনই দেন ধাক্কা। ওভারের শেষ বলে হাসারাঙ্গার গুগলিকে সুইপ করতে যান কাইতানো। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে ডাইভ দিয়ে ধরেন দিলশান মাদুশঙ্ক। ৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৪৩ রান।
এক ওভার বিরতিতে এসে হাসারাঙ্গা দেন জোড়া ধাক্কা। ১১ তম ওভারের তৃতীয় বলে তিনি লেগবিফোরের ফাঁদে ফেলেন জিম্বাবুয়ের আরেক ওপেনার গাম্বিকে। ৩৪ বলে ৪ চারে ২৯ রান করেন গাম্বি। একই ওভারের শেষ বলে জিম্বাবুয়ে অধিনায়ক আরভিনকে এলবিডব্লু করেন হাসারাঙ্গা। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আরভিন ৬ এবার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। বিনা উইকেটে ৪৩ রান থেকে ১১ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৭ রান।
১২ তম ওভারে আবার আবার বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ১১.৫ ওভারে সফরকারীদের স্কোর যখন ৩ উইকেটে ৪৮ রান, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ২ ঘণ্টা ২৬ মিনিট। ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২৭ ওভারে। এরপর তাসের ঘরের মতো ভেঙে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ২২.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এই ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৫.৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। ১ ওভার মেডেনও দিয়েছেন। মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি—বৃষ্টির বাগড়ার পর জিম্বাবুয়ের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন হাসারাঙ্গা। যেখানে মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি টেনেছেন হাসারাঙ্গা।
৯৭ রান তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে রিচার্ড এনগ্রাভাকে কাট করতে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক গাম্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৪৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান। মেন্ডিসের সঙ্গে ব্যাটিং করছেন ওপেনার শেভন দানিয়েল।
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে বৃষ্টি যেন ‘নিয়মিত আগন্তুক’। তিন ম্যাচেই নিয়ম করে বাগড়া দিয়েছে বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। একই সঙ্গে লঙ্কান বোলারদের দাপটে রীতিমতো অসহায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ধসিয়ে দেওয়ার পথে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তৃতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। দুই ওপেনার তাকুজওয়ানাশে কাইতানো ও জয়লর্ড গাম্বি সাবলীলভাবে খেলতে থাকেন। ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে করে ৪০ রান। এরপরই হানা দেয় বৃষ্টি। ২ ঘণ্টা ১১ মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলে ওভারের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৩ ওভারে। বৃষ্টির পরই শুরু হয় হাসারাঙ্গার ভেলকি। ইনিংসের নবম ওভারে যখন ম্যাচে প্রথমবার তিনি বোলিংয়ে আসেন, তখনই দেন ধাক্কা। ওভারের শেষ বলে হাসারাঙ্গার গুগলিকে সুইপ করতে যান কাইতানো। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে ডাইভ দিয়ে ধরেন দিলশান মাদুশঙ্ক। ৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৪৩ রান।
এক ওভার বিরতিতে এসে হাসারাঙ্গা দেন জোড়া ধাক্কা। ১১ তম ওভারের তৃতীয় বলে তিনি লেগবিফোরের ফাঁদে ফেলেন জিম্বাবুয়ের আরেক ওপেনার গাম্বিকে। ৩৪ বলে ৪ চারে ২৯ রান করেন গাম্বি। একই ওভারের শেষ বলে জিম্বাবুয়ে অধিনায়ক আরভিনকে এলবিডব্লু করেন হাসারাঙ্গা। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আরভিন ৬ এবার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। বিনা উইকেটে ৪৩ রান থেকে ১১ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৭ রান।
১২ তম ওভারে আবার আবার বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ১১.৫ ওভারে সফরকারীদের স্কোর যখন ৩ উইকেটে ৪৮ রান, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ২ ঘণ্টা ২৬ মিনিট। ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২৭ ওভারে। এরপর তাসের ঘরের মতো ভেঙে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ২২.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এই ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৫.৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। ১ ওভার মেডেনও দিয়েছেন। মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি—বৃষ্টির বাগড়ার পর জিম্বাবুয়ের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন হাসারাঙ্গা। যেখানে মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি টেনেছেন হাসারাঙ্গা।
৯৭ রান তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে রিচার্ড এনগ্রাভাকে কাট করতে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক গাম্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৪৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান। মেন্ডিসের সঙ্গে ব্যাটিং করছেন ওপেনার শেভন দানিয়েল।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে