নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২২ সালে ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসি লোগো সমন্বিত ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২২’ লেখা সমন্বিত সেই ক্যাপ এসে পৌঁছেছে মিরাজের হাতে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নিজের স্বীকৃতি স্মারক ক্যাপ নিয়েই আসেন মিরাজ। হাততালি দিয়ে কোচ ও সতীর্থরা অভিবাদন জানান তাঁকে। এই বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের হয়ে শুধু মিরাজই জায়গা পেয়েছেন।
মিরাজ ২০২২ সালে মোট ১৫টি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে বল হাতে ২৮.২০ গড়ে নেন ২৪ উইকেট। ব্যাট হাতে নেমেছেন ১০ ইনিংসে। যেখানে একটি সেঞ্চুরি, একটি ফিফটিসহ করেছেন ৩৩০। ব্যাটিং গড় ছিল ৬৬।
গত বছর বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশের। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।
২০২২ সালে ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসি লোগো সমন্বিত ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২২’ লেখা সমন্বিত সেই ক্যাপ এসে পৌঁছেছে মিরাজের হাতে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নিজের স্বীকৃতি স্মারক ক্যাপ নিয়েই আসেন মিরাজ। হাততালি দিয়ে কোচ ও সতীর্থরা অভিবাদন জানান তাঁকে। এই বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের হয়ে শুধু মিরাজই জায়গা পেয়েছেন।
মিরাজ ২০২২ সালে মোট ১৫টি ওয়ানডে খেলেছেন। এর মধ্যে বল হাতে ২৮.২০ গড়ে নেন ২৪ উইকেট। ব্যাট হাতে নেমেছেন ১০ ইনিংসে। যেখানে একটি সেঞ্চুরি, একটি ফিফটিসহ করেছেন ৩৩০। ব্যাটিং গড় ছিল ৬৬।
গত বছর বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশের। ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে