ক্রীড়া ডেস্ক
চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ১০ রানের জয়ে শুভ-সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি সাকিব আল হাসান।
টস জিতে ব্যাটিং করতে নেমে ১৮৭ রানের বড় লক্ষ্য পায় কলকাতা। অধিনায়ক এউইন মরগান আউট হওয়ার পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন সাকিব। দুই ছক্কা আর এক চারে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিবের সঙ্গী দিনেশ কার্তিক। এক প্রান্তে ঝড় উঠলেও, অন্য প্রান্তে সাকিবের ব্যাট থেকেছে নিশ্চুপ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫ বলে ৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ওপেনিং জুটিতে অবশ্য ৫৩ রানের উড়ন্ত সূচনা এনে দেন নিতিশ রানা এবং অধিনায়ক শুভমান গিল। রশিদ খানের বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন গিল। কলকাতার ইনিংস এগিয়ে নিয়েছেন নিতিশ রানা ও রাহুল ত্রিপাঠি। ইনিংসের দশম ওভারে ৩৭ বলে নিজের ১২-তম আইপিএল অর্ধ-শতকে পোঁছান রানা।
শেষ ছয় ইনিংসে এটি তাঁর তৃতীয় অর্ধ-শতক। সবগুলোই ছুঁয়েছে ৮০-র ঘর। এর মাধ্যমে একটি চক্রও পূর্ণ করে ফেলেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক থেকে পাঁচ নম্বর পজিশনে অর্ধ-শতক করেছেন এই বাঁহাতি। প্রথম দুইজন হচ্ছেন রোহিত শর্মা ও শেন ওয়াটসন।
অল-রাউন্ডার হলে এই একটা সুবিধা, এক বিভাগে খারাপ করলে অন্য বিভাগে ভালো করে পুষিয়ে দেয়া যায়। নিজের প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে সেটার আভাসও দিয়েছিলেন সাকিব। 'ঘরের ছেলে ঘরে ফিরেই' আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। কলকাতার ফেসবুক পেজ থেকে তাই সাকিবের জন্য শুভেচ্ছা বাণী, 'চমকপ্রদ প্রত্যাবর্তন'।
প্রভাত কখনো কখনো দিনের সঠিক পূর্বাভাস দেয় না। দল জিতলেও ৪ ওভারে ৩৪ রান দিয়ে সাকিব হয়তো এটাই ভাবছিলেন!
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ওয়ার্নারের উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। মনিশ পান্ডে এবং জনি বোয়ারেষ্টো চেষ্টা করলেও ১০ রানের ব্যবধানে হারে সন্তুষ্ট থাকতে হয় ওয়ার্নারদের।
আইপিএলে এটি কলকাতার শততম জয়। টুইটারে সাকিবসহ আরও কয়েকজনকে উদ্ধৃতি করে শুভেচ্ছা জানিয়েছেন স্বত্বাধিকারীদের একজন শাহরুখ খান।
চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ১০ রানের জয়ে শুভ-সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এদিন ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি সাকিব আল হাসান।
টস জিতে ব্যাটিং করতে নেমে ১৮৭ রানের বড় লক্ষ্য পায় কলকাতা। অধিনায়ক এউইন মরগান আউট হওয়ার পর ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন সাকিব। দুই ছক্কা আর এক চারে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিবের সঙ্গী দিনেশ কার্তিক। এক প্রান্তে ঝড় উঠলেও, অন্য প্রান্তে সাকিবের ব্যাট থেকেছে নিশ্চুপ। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫ বলে ৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ওপেনিং জুটিতে অবশ্য ৫৩ রানের উড়ন্ত সূচনা এনে দেন নিতিশ রানা এবং অধিনায়ক শুভমান গিল। রশিদ খানের বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন গিল। কলকাতার ইনিংস এগিয়ে নিয়েছেন নিতিশ রানা ও রাহুল ত্রিপাঠি। ইনিংসের দশম ওভারে ৩৭ বলে নিজের ১২-তম আইপিএল অর্ধ-শতকে পোঁছান রানা।
শেষ ছয় ইনিংসে এটি তাঁর তৃতীয় অর্ধ-শতক। সবগুলোই ছুঁয়েছে ৮০-র ঘর। এর মাধ্যমে একটি চক্রও পূর্ণ করে ফেলেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক থেকে পাঁচ নম্বর পজিশনে অর্ধ-শতক করেছেন এই বাঁহাতি। প্রথম দুইজন হচ্ছেন রোহিত শর্মা ও শেন ওয়াটসন।
অল-রাউন্ডার হলে এই একটা সুবিধা, এক বিভাগে খারাপ করলে অন্য বিভাগে ভালো করে পুষিয়ে দেয়া যায়। নিজের প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে সেটার আভাসও দিয়েছিলেন সাকিব। 'ঘরের ছেলে ঘরে ফিরেই' আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। কলকাতার ফেসবুক পেজ থেকে তাই সাকিবের জন্য শুভেচ্ছা বাণী, 'চমকপ্রদ প্রত্যাবর্তন'।
প্রভাত কখনো কখনো দিনের সঠিক পূর্বাভাস দেয় না। দল জিতলেও ৪ ওভারে ৩৪ রান দিয়ে সাকিব হয়তো এটাই ভাবছিলেন!
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ওয়ার্নারের উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। মনিশ পান্ডে এবং জনি বোয়ারেষ্টো চেষ্টা করলেও ১০ রানের ব্যবধানে হারে সন্তুষ্ট থাকতে হয় ওয়ার্নারদের।
আইপিএলে এটি কলকাতার শততম জয়। টুইটারে সাকিবসহ আরও কয়েকজনকে উদ্ধৃতি করে শুভেচ্ছা জানিয়েছেন স্বত্বাধিকারীদের একজন শাহরুখ খান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১১ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩৪ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে