নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুজনের পরিবারই বেশ টেনশনে ছিল গত পরশু। তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ পরশু বিকেলে চিন্তিত কণ্ঠে বলছিলেন, ‘কী যে হয় বলতে পারছি না। ছেলেটা কী দারুণ ছন্দে ছিল। আমাকে বলছিল, বল এখন আমার কথা শোনে!’
তিন বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তিনি সেরা খেলোয়াড় হয়েছেন। বিসিবি তাই চোটে পড়া তাসকিনকে রেখেই শুধু দল দেয়নি, তাঁকে সহ-অধিনায়কও করেছে। চোট নিয়ে চিন্তা থাকলেও বিশ্বকাপগামী ফ্লাইট ধরার আগে কাল ফুরফুরে তাসকিন বিকেলে বেরিয়ে পড়েছিলেন পরিবারকে নিয়ে। রওনা দেওয়ার আগে পরিবারকে সময় দিতে চেয়েছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে সাইফউদ্দিন গিয়েছিলেন নিজের বাড়ি ফেনীতে। বাড়িতে গিয়েই দেখেন পরিবারের সবাই টেনশনে। চারদিকে চাউর হয়েছে, বিশ্বকাপ দলে নেই তিনি। পরশু সাইফউদ্দিন নিজেই ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘বিশ্বকাপ দলে আছি কি না কে জানে! সবশেষ ম্যাচে বাড়ি (মার) খেয়ে টেনশনে পড়ে গেছি! এর আগ পর্যন্ত ভালো আত্মবিশ্বাস ছিল। (সিরিজের) শেষ দিকে অনেক মার খেয়ে আত্মবিশ্বাস নিচুতে নেমে গেছে। বাসায় এসেছি, পরিবারের সবাই টেনশনে পড়ে গেছে। বলছে, কী করলি, কত আশা-স্বপ্ন ছিল! আমি শক্ত মানসিকতার মানুষ, এত চোটে পড়েছি ক্যারিয়ারে। পরিবারের সবার টেনশন আমাকেও স্পর্শ করে।’
সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে। তাঁর সুযোগ হয়নি বিশ্বকাপের দলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাঁকে বাদ পড়ার ব্যাখ্যায় সবশেষ সিরিজে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিং সামনে এনেছেন। গত তিন মাস ঘরোয়া ক্রিকেটে ভালো করা সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিবের কাছে। স্বাভাবিকভাবেই হতাশ সাইফ কাল শুধু বললেন, ‘দোয়া করবেন যেন ভালোভাবে ফিরতে পারি।’
দুজনের পরিবারই বেশ টেনশনে ছিল গত পরশু। তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ পরশু বিকেলে চিন্তিত কণ্ঠে বলছিলেন, ‘কী যে হয় বলতে পারছি না। ছেলেটা কী দারুণ ছন্দে ছিল। আমাকে বলছিল, বল এখন আমার কথা শোনে!’
তিন বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও তিনি সেরা খেলোয়াড় হয়েছেন। বিসিবি তাই চোটে পড়া তাসকিনকে রেখেই শুধু দল দেয়নি, তাঁকে সহ-অধিনায়কও করেছে। চোট নিয়ে চিন্তা থাকলেও বিশ্বকাপগামী ফ্লাইট ধরার আগে কাল ফুরফুরে তাসকিন বিকেলে বেরিয়ে পড়েছিলেন পরিবারকে নিয়ে। রওনা দেওয়ার আগে পরিবারকে সময় দিতে চেয়েছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে সাইফউদ্দিন গিয়েছিলেন নিজের বাড়ি ফেনীতে। বাড়িতে গিয়েই দেখেন পরিবারের সবাই টেনশনে। চারদিকে চাউর হয়েছে, বিশ্বকাপ দলে নেই তিনি। পরশু সাইফউদ্দিন নিজেই ফোনে আজকের পত্রিকাকে বলছিলেন, ‘বিশ্বকাপ দলে আছি কি না কে জানে! সবশেষ ম্যাচে বাড়ি (মার) খেয়ে টেনশনে পড়ে গেছি! এর আগ পর্যন্ত ভালো আত্মবিশ্বাস ছিল। (সিরিজের) শেষ দিকে অনেক মার খেয়ে আত্মবিশ্বাস নিচুতে নেমে গেছে। বাসায় এসেছি, পরিবারের সবাই টেনশনে পড়ে গেছে। বলছে, কী করলি, কত আশা-স্বপ্ন ছিল! আমি শক্ত মানসিকতার মানুষ, এত চোটে পড়েছি ক্যারিয়ারে। পরিবারের সবার টেনশন আমাকেও স্পর্শ করে।’
সাইফউদ্দিনের আশঙ্কা সত্যি হয়েছে। তাঁর সুযোগ হয়নি বিশ্বকাপের দলে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাঁকে বাদ পড়ার ব্যাখ্যায় সবশেষ সিরিজে সাইফউদ্দিনের অনিয়ন্ত্রিত বোলিং সামনে এনেছেন। গত তিন মাস ঘরোয়া ক্রিকেটে ভালো করা সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিবের কাছে। স্বাভাবিকভাবেই হতাশ সাইফ কাল শুধু বললেন, ‘দোয়া করবেন যেন ভালোভাবে ফিরতে পারি।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে