ক্রীড়া ডেস্ক
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যে পাকিস্তান, সেটা জানা গেছে অনেক আগেই। এবার জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণও।
আইসিসি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি। বিভিন্ন বোর্ডের সূত্রের সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ম্যাচের সূচি ১৯ দিনের (১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ) যে সময়সীমার কথা বলা হয়েছে, সে সময় অনুযায়ী প্রকাশ করা হবে। প্রথমে ধারণা করা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি শুক্রবার শুরু হয়ে শেষ হবে রোববার। তবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বুধবার এবং ৯ মার্চ রোববার।
ক্রিকবাজ জানতে পেরেছে যে চ্যাম্পিয়নস ট্রফির দিনক্ষণ নিয়ে বোর্ডগুলোর সঙ্গে সম্ভাব্য আলোচনা হয়েছে। যাতে করে বোর্ডগুলো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ সে অনুযায়ী আয়োজন করতে পারে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির তৃতীয় মৌসুম চলবে ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির তৃতীয় মৌসুম শুরু হবে ৯ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি শেষ হবে।
পাকিস্তানে যেকোনো টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাগড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ‘হাইব্রিড’ মডেলে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে যেন হয়, এমনটাই ভারতীয় বোর্ড চাচ্ছে বলে শোনা গেছে। তবে ভারতীয় দল পাকিস্তান সফর করবে কি করবে না, তা নিয়ে আলোচনা করা এখন বেশ তাড়াতাড়ি হয়ে যায় বলে সূত্র জানিয়েছে। সূত্র বলেছে, ‘আগামী দুই মাসের মধ্যে কিছু ধারণা আমরা দিতে পারব।’ জুলাইয়ে কলম্বোতে আইসিসির যে বার্ষিক সম্মেলন হবে সেখানে সবকিছু স্পষ্ট জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে বিসিসিআইও কিছু সিদ্ধান্ত নিতে পারবে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যে পাকিস্তান, সেটা জানা গেছে অনেক আগেই। এবার জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণও।
আইসিসি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি। বিভিন্ন বোর্ডের সূত্রের সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ম্যাচের সূচি ১৯ দিনের (১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ) যে সময়সীমার কথা বলা হয়েছে, সে সময় অনুযায়ী প্রকাশ করা হবে। প্রথমে ধারণা করা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি শুক্রবার শুরু হয়ে শেষ হবে রোববার। তবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বুধবার এবং ৯ মার্চ রোববার।
ক্রিকবাজ জানতে পেরেছে যে চ্যাম্পিয়নস ট্রফির দিনক্ষণ নিয়ে বোর্ডগুলোর সঙ্গে সম্ভাব্য আলোচনা হয়েছে। যাতে করে বোর্ডগুলো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ সে অনুযায়ী আয়োজন করতে পারে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির তৃতীয় মৌসুম চলবে ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির তৃতীয় মৌসুম শুরু হবে ৯ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি শেষ হবে।
পাকিস্তানে যেকোনো টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাগড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ‘হাইব্রিড’ মডেলে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে যেন হয়, এমনটাই ভারতীয় বোর্ড চাচ্ছে বলে শোনা গেছে। তবে ভারতীয় দল পাকিস্তান সফর করবে কি করবে না, তা নিয়ে আলোচনা করা এখন বেশ তাড়াতাড়ি হয়ে যায় বলে সূত্র জানিয়েছে। সূত্র বলেছে, ‘আগামী দুই মাসের মধ্যে কিছু ধারণা আমরা দিতে পারব।’ জুলাইয়ে কলম্বোতে আইসিসির যে বার্ষিক সম্মেলন হবে সেখানে সবকিছু স্পষ্ট জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে বিসিসিআইও কিছু সিদ্ধান্ত নিতে পারবে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
৩০ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে