ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
২০২৪ আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিনসকে কিনলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান তিনি। দুই ঘণ্টার মধ্যে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ আইপিএল দিয়ে ৯ বছর পর আইপিএলে ফেরেন তিনি। তবে তাঁর ফেরাটা হয়নি আশানুরূপ। কলকাতা দারুণ ছন্দে থাকলেও স্টার্ক পাননি উইকেটের দেখা। এবারের আইপিএলে এক ইনিংসে খরুচে বোলিংয়ের তালিকায় প্রথম পাঁচের মধ্যে আছে স্টার্কের নাম। ইয়র্কার করতে গিয়ে ফুলটস করে ফেলছেন, কখনোবা স্লটে বল ফেলছেন। ব্যাটাররা শট খেলছেন খুব সহজেই। আজ পর্যন্ত তাঁর ইকোনমি ১২.৫।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ মার্চ ফেরার ম্যাচেই স্টার্ক দিয়েছেন ৫৩ রান। তাঁর এমন বেহিসেবি বোলিংয়ে ইডেন গার্ডেনসে কলকাতা নিশ্চিত জেতা ম্যাচ হারতে বসেছিল। কলকাতার দেওয়া ২০৯ রানের লক্ষ্যে শেষ দুই ওভারে হায়দরাবাদের দরকার হয় ৩৯ রানের। ১৯তম ওভার বোলিংয়ে এসে স্টার্ক খরচ করেন ২৬ রান। হজম করেছেন ৪ চারটি ছক্কা। শেষ ওভারে হারশিত রানার বীরত্বে কলকাতা ম্যাচ জেতে ৪ রানে।
২৯ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারের মধ্যে ২ ওভার করেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার প্রথম পাওয়ার প্লেতেই দেন ২৪ রান। খেয়েছেন ৩ চার ও ১ ছক্কা। এর মধ্যে কোহলিই ২ চার ও ১ ছক্কা মেরেছেন। কোহলিকেই ১৬তম ওভার বোলিংয়ে এসে বেশ পরীক্ষায় ফেলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের ওভারে ১ চারে বেঙ্গালুরু নিতে পেরেছে ৭ রান। তবে শেষ ওভারে গুবলেট পাকিয়েছেন আবারও। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে খরচ করেন ১৬ রান। এবারের আইপিএলে ৮ ওভারে খরচ করেন ১০০ রান।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কলকাতা। স্টার্কের জাতীয় দলের সতীর্থ কামিন্স নেতৃত্ব দিচ্ছেন হায়দরাবাদকে। হায়দরাবাদ পয়েন্ট টেবিলের প্রথম চারের বাইরে থাকলেও কামিন্স তুলনামূলক ভালো খেলছেন। ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে ৯৫ রান খরচ করে নেন ৩ উইকেট। ইকোনমি ৮-এরও নিচে।
২০২৪ আইপিএলে খরুচে পাঁচ বোলিং (এক ইনিংসে)
দল ওভার রান উইকেট প্রতিপক্ষ
কেওনা মাফাকা মুম্বাই ৪ ৬৬ ০ হায়দরাবাদ
জেরাল্ড কোয়েটজি মুম্বাই ৪ ৫৭ ১ হায়দরাবাদ
বরুণ চক্রবর্তী কলকাতা ৪ ৫৫ ১ হায়দরাবাদ
মিচেল স্টার্ক মুম্বাই ৪ ৫৩ ০ হায়দরাবাদ
ভুবনেশ্বর কুমার হায়দরাবাদ ৪ ৫৩ ০ মুম্বাই
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
২৭ মিনিট আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২ ঘণ্টা আগে