ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে চমকে দিল যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ে সিরিজের মতো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। হিউস্টনে গত রাতে অঘটনের শিকার হওয়ার পর নাজমুল হোসেন শান্ত উইকেটের দোষ দেখছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম ও মিরপুরে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও দেশের উইকেটের দায় দেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ এখন খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হিউস্টনে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৫৩ রান। সেই রান তাড়া করে যুক্তরাষ্ট্র জিতেছে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে। হোঁচট খাওয়ার পর শান্ত কথা বললেন একই সুরে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেট পাইনি। ব্যাটাররা তাই খুব ভুগছে। তবে এগুলো সবই মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা শিগগিরই ফর্মে ফিরবে।’
প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৪ রান তুলে ফেলে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে এশিয়ার দলটির স্কোর হয়ে যায় ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দুই অঙ্ক পেরোলেও শান্ত ও সাকিব এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ১১ বলে ৩ রান করেন শান্ত। সাকিব করেছেন ১২ বলে ৬ রান। ভালো শুরুর পর সেটা ধরে রাখতে না পারার আক্ষেপ শান্তর, ‘ব্যাটিংটা ভালো করিনি। শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝামাঝি পর্যায়ে দুই উইকেট হারিয়ে ফেলি। আমার মতে আরও ২০ রান বেশি করতে পারলে স্কোরটা দারুণ হতো।’
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে চমকে দিল যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ে সিরিজের মতো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গেল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। হিউস্টনে গত রাতে অঘটনের শিকার হওয়ার পর নাজমুল হোসেন শান্ত উইকেটের দোষ দেখছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলেছে চট্টগ্রাম ও মিরপুরে। ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও দেশের উইকেটের দায় দেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ এখন খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। হিউস্টনে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৫৩ রান। সেই রান তাড়া করে যুক্তরাষ্ট্র জিতেছে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে। হোঁচট খাওয়ার পর শান্ত কথা বললেন একই সুরে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেট পাইনি। ব্যাটাররা তাই খুব ভুগছে। তবে এগুলো সবই মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা শিগগিরই ফর্মে ফিরবে।’
প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৪ রান তুলে ফেলে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে এশিয়ার দলটির স্কোর হয়ে যায় ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দুই অঙ্ক পেরোলেও শান্ত ও সাকিব এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। ১১ বলে ৩ রান করেন শান্ত। সাকিব করেছেন ১২ বলে ৬ রান। ভালো শুরুর পর সেটা ধরে রাখতে না পারার আক্ষেপ শান্তর, ‘ব্যাটিংটা ভালো করিনি। শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝামাঝি পর্যায়ে দুই উইকেট হারিয়ে ফেলি। আমার মতে আরও ২০ রান বেশি করতে পারলে স্কোরটা দারুণ হতো।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে