ক্রীড়া ডেস্ক
এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই।
মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।
এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই।
মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১৮ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে