ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে যেতে কাল নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে ভারতকে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে রাতের নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে। নিউজিল্যান্ড জিতে গেলে সে ক্ষেত্রে ব্যাগ গুছিয়ে দেশের বিমান ধরতে হবে বিরাট কোহলিদের। এই ম্যাচে যেমন ভারতের চোখ থাকবে, তেমনি পুরো ক্রিকেট বিশ্বেরও। জোর আলোচনা হচ্ছে এই ম্যাচকে ঘিরে। সেই আলোচনায় যোগ হলেন শোয়েব আখতারও।
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অনেক প্রশ্নের জন্ম দেবে বলে মনে করেন শোয়েব। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। শেষ দুই ম্যাচে আফগানিস্তান আর স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। এই দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণে দাঁড়িয়ে আছেন কোহলি-রোহিতরা। যেটা অনেকটাই আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ওপর ঝুলে আছে।
এই ম্যাচ নিয়ে সাবেক পাকিস্তান গতিতারকা শোয়েব বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক প্রশ্নের জন্ম হবে। আমি ভয় পাচ্ছি, এটা আরেকটা আলোচিত বিষয় হতে যাচ্ছে। আমি কোনো বিতর্কে যেতে চাইছি না, কিন্তু নিউজিল্যান্ড ইস্যুতে পাকিস্তানিরা এই মুহূর্তে অনেক বেশি উত্তেজিত।’
তবে এই ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন শোয়েব। বলেছেন, ‘আমি মনে করি, নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। কিন্তু তারা যদি ভালো না খেলে এবং ম্যাচটা না জেতে, তাহলে সমস্যা হয়ে যাবে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে রুখতে পারবে না।’
সেমিফাইনালে যেতে কাল নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে ভারতকে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে রাতের নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে। নিউজিল্যান্ড জিতে গেলে সে ক্ষেত্রে ব্যাগ গুছিয়ে দেশের বিমান ধরতে হবে বিরাট কোহলিদের। এই ম্যাচে যেমন ভারতের চোখ থাকবে, তেমনি পুরো ক্রিকেট বিশ্বেরও। জোর আলোচনা হচ্ছে এই ম্যাচকে ঘিরে। সেই আলোচনায় যোগ হলেন শোয়েব আখতারও।
নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ অনেক প্রশ্নের জন্ম দেবে বলে মনে করেন শোয়েব। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। শেষ দুই ম্যাচে আফগানিস্তান আর স্কটল্যান্ডকে হারিয়েছে তারা। এই দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণে দাঁড়িয়ে আছেন কোহলি-রোহিতরা। যেটা অনেকটাই আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ওপর ঝুলে আছে।
এই ম্যাচ নিয়ে সাবেক পাকিস্তান গতিতারকা শোয়েব বলেছেন, ‘ভারতের ভাগ্য এখন পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। আমি সতর্ক করছি, যদি নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারে, তাহলে অনেক প্রশ্নের জন্ম হবে। আমি ভয় পাচ্ছি, এটা আরেকটা আলোচিত বিষয় হতে যাচ্ছে। আমি কোনো বিতর্কে যেতে চাইছি না, কিন্তু নিউজিল্যান্ড ইস্যুতে পাকিস্তানিরা এই মুহূর্তে অনেক বেশি উত্তেজিত।’
তবে এই ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন শোয়েব। বলেছেন, ‘আমি মনে করি, নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। কিন্তু তারা যদি ভালো না খেলে এবং ম্যাচটা না জেতে, তাহলে সমস্যা হয়ে যাবে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে রুখতে পারবে না।’
ভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৭ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৫ ঘণ্টা আগে