ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।
পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’
তবে ম্যাচের সময় নাসুমের উদ্যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্যাপন করেন নাসুম।
ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদ্যাপন। প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদ্যাপনটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।
পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদ্যাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’
তবে ম্যাচের সময় নাসুমের উদ্যাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউর সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে। রিভিউর কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউর মতো সংকেত দেখিয়ে উদ্যাপন করেন নাসুম।
ম্যাচ শেষে অবশ্য জানান, এটি রিভিউর সংকেত ছিল না, ওই উদ্যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। পরে এর ব্যাখ্যাও দিয়েছেন। আর নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে