ক্রীড়া ডেস্ক
নাম—পাকিস্তান সুপার লিগ। তবে এখন কেউ কেউ মজা করে ডাকছে—পাকিস্তান স্মোকিং লিগ। দুটোর সংক্ষিপ্ত রূপ একই—পিএসএল! হঠাৎ করে কেন এমন নামকরণ? সেটি খোলাসা হবে একটু পরেই।
গতকাল ছিল পিএসএলের ৯ম সংস্করণের ফাইনাল। করাচিতে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান। সেই ম্যাচ দিয়েই মূলত পিএসএলের এই কৌতুকপূর্ণ নামকরণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ইসলামাবাদের জার্সি পরিহিত অবস্থায় ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় ইমাদ ওয়াসিমকে। বেশ লুকিয়ে, সবার অলক্ষ্যে ধূমপান করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু মাঠের চারদিকে ক্যামেরা। সেই সব ক্যামেরা ফাঁকি দেওয়া কী অত সহজ! ইমাদের ধূমপান ও ধোঁয়া ছাড়ার দৃশ্য ঠিকই ক্যামেরাবন্দী হয়েছে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইমাদের ধূমপানের একটি ভিডিও ফরিদ খান নামের একজন তাঁর অফিশিয়াল এক্সে পোস্ট দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান স্মোকিং লিগ’। সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।
ইমাদের এই ধূমপানের দৃশ্য মুলতানের ব্যাটিংয়ের সময়। ড্রেসিংরুমে ফেরার আগে আগে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডারই মুলতানকে বড় সংগ্রহ করতে দেননি। শিরোপাও উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরাও ইমাদ। অবশ্য ধূমপানের ঘটনায় এখন পর্যন্ত তাঁর শাস্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। খেলার সময় ধূমপান নিয়মবহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে পিএসএলের এই একটা ঘটনায় দারুণ সাদৃশ্য পাওয়া গেল। গত বছর বিপিএলে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই দৃশ্য ভাইরালও হয়। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় খেলার চেতনাবিরোধী এমন কাজ করায় শাস্তি পান সেই সময়ের খুলনা টাইগার্স কোচ। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় সুজনের। আর আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।
নাম—পাকিস্তান সুপার লিগ। তবে এখন কেউ কেউ মজা করে ডাকছে—পাকিস্তান স্মোকিং লিগ। দুটোর সংক্ষিপ্ত রূপ একই—পিএসএল! হঠাৎ করে কেন এমন নামকরণ? সেটি খোলাসা হবে একটু পরেই।
গতকাল ছিল পিএসএলের ৯ম সংস্করণের ফাইনাল। করাচিতে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান। সেই ম্যাচ দিয়েই মূলত পিএসএলের এই কৌতুকপূর্ণ নামকরণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ইসলামাবাদের জার্সি পরিহিত অবস্থায় ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় ইমাদ ওয়াসিমকে। বেশ লুকিয়ে, সবার অলক্ষ্যে ধূমপান করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু মাঠের চারদিকে ক্যামেরা। সেই সব ক্যামেরা ফাঁকি দেওয়া কী অত সহজ! ইমাদের ধূমপান ও ধোঁয়া ছাড়ার দৃশ্য ঠিকই ক্যামেরাবন্দী হয়েছে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইমাদের ধূমপানের একটি ভিডিও ফরিদ খান নামের একজন তাঁর অফিশিয়াল এক্সে পোস্ট দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান স্মোকিং লিগ’। সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।
ইমাদের এই ধূমপানের দৃশ্য মুলতানের ব্যাটিংয়ের সময়। ড্রেসিংরুমে ফেরার আগে আগে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডারই মুলতানকে বড় সংগ্রহ করতে দেননি। শিরোপাও উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরাও ইমাদ। অবশ্য ধূমপানের ঘটনায় এখন পর্যন্ত তাঁর শাস্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। খেলার সময় ধূমপান নিয়মবহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে পিএসএলের এই একটা ঘটনায় দারুণ সাদৃশ্য পাওয়া গেল। গত বছর বিপিএলে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই দৃশ্য ভাইরালও হয়। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় খেলার চেতনাবিরোধী এমন কাজ করায় শাস্তি পান সেই সময়ের খুলনা টাইগার্স কোচ। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় সুজনের। আর আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৭ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে