ক্রীড়া ডেস্ক
ব্রিজটাউনে রোভম্যান পাওয়েলের তাণ্ডব দেখল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ২০ রানের জয়ে আসল নায়ক রোভম্যান। ব্যাটকে তলোয়ার বানিয়ে একাই করছেন ৫৩ বলে ১০৭ রান।
রোভম্যানের ব্যাটিং তাণ্ডব ও নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ২০৪ রানে থেমে যায় ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৪৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিকোলাস পুরান ও রোভম্যান মিলে গড়েন দারুণ এক জুটি। এ দুজন দলকে নিয়ে যান ১৭০ রানে। পুরানের বিদায়ে ভাঙে এ জুটি। ৪৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭০ রান করেন পুরান। তবে অন্য প্রান্তে ঝড় অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নেন রোভম্যান। দলীয় ২১০ রানে ফেরেন তিনি। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০১ স্ট্রাইক রেটে ১০৭ রান। তাঁর ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছিল ১০টি ছয়ের মার। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থামে ২২৪ রানে।
জবাব দিতে নেমে ৩৩ রানে ফেরেন জেসন রয় (১৯)। এক প্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন টম ব্যান্টন। ৩৯ বলে ৭৩ রান করেন এই ব্যাটার। নিচের দিকে ফিল সল্ট করেন ২৪ বলে ৫৭ রান। এর পরও শেষ পর্যন্ত ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। উইন্ডিজ ম্যাচ জিতে নেয় ২০ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
ব্রিজটাউনে রোভম্যান পাওয়েলের তাণ্ডব দেখল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ২০ রানের জয়ে আসল নায়ক রোভম্যান। ব্যাটকে তলোয়ার বানিয়ে একাই করছেন ৫৩ বলে ১০৭ রান।
রোভম্যানের ব্যাটিং তাণ্ডব ও নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ২০৪ রানে থেমে যায় ইংল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৪৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে নিকোলাস পুরান ও রোভম্যান মিলে গড়েন দারুণ এক জুটি। এ দুজন দলকে নিয়ে যান ১৭০ রানে। পুরানের বিদায়ে ভাঙে এ জুটি। ৪৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭০ রান করেন পুরান। তবে অন্য প্রান্তে ঝড় অব্যাহত রেখে সেঞ্চুরি তুলে নেন রোভম্যান। দলীয় ২১০ রানে ফেরেন তিনি। ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ২০১ স্ট্রাইক রেটে ১০৭ রান। তাঁর ইনিংসে ৪টি চারের পাশাপাশি ছিল ১০টি ছয়ের মার। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থামে ২২৪ রানে।
জবাব দিতে নেমে ৩৩ রানে ফেরেন জেসন রয় (১৯)। এক প্রান্তে উইকেট পতন অব্যাহত থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন টম ব্যান্টন। ৩৯ বলে ৭৩ রান করেন এই ব্যাটার। নিচের দিকে ফিল সল্ট করেন ২৪ বলে ৫৭ রান। এর পরও শেষ পর্যন্ত ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। উইন্ডিজ ম্যাচ জিতে নেয় ২০ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৭ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে