ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টির অন্যতম সফল দল পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ জয়ে ভারতের পরেই আছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যে পাকিস্তানের কাছে সোনার হরিণ। একমাত্র শিরোপা তারা জিতেছে ২০০৯ সালে। ১৫ বছরের শিরোপাখরা কাটানোর মিশনে নামার আগে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কার দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে।
১ জুন শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট জিতলে পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে ১ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৯ লাখ টাকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহর মতো তারকারা সেখানে ছিলেন। পিসিবির নির্বাচকসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার সভায় অনেক বিষয়ে আলাপ আলোচনা করেন নাকভি।
ক্রিকেটারদের অন্য কিছু নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগ দিতে বলেন নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘তোমাদের থেকে দেশের মানুষ অনেক আশা করেন। সেগুলো তোমাদের পূরণ করতে হবে।’ রিজওয়ান ও নাসিমকে তাদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশেষ সবুজ শার্ট দেন নাকভি। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। একই সিরিজে নাসিম পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি পাকিস্তান পাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ডকে। ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। নিউইয়র্কে ৯ জুন মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১১ ও ১৬ জুন পাকিস্তান খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের আগে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। এশিয়ার দলটি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ও চার টি-টোয়েন্টি।
এখন পর্যন্ত আটবার অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সর্বোচ্চ দুই বার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টির অন্যতম সফল দল পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ জয়ে ভারতের পরেই আছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যে পাকিস্তানের কাছে সোনার হরিণ। একমাত্র শিরোপা তারা জিতেছে ২০০৯ সালে। ১৫ বছরের শিরোপাখরা কাটানোর মিশনে নামার আগে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কার দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে।
১ জুন শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট জিতলে পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে ১ লাখ মার্কিন ডলার করে। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৯ লাখ টাকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মোহসিন নাকভি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহর মতো তারকারা সেখানে ছিলেন। পিসিবির নির্বাচকসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার সভায় অনেক বিষয়ে আলাপ আলোচনা করেন নাকভি।
ক্রিকেটারদের অন্য কিছু নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগ দিতে বলেন নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘তোমাদের থেকে দেশের মানুষ অনেক আশা করেন। সেগুলো তোমাদের পূরণ করতে হবে।’ রিজওয়ান ও নাসিমকে তাদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশেষ সবুজ শার্ট দেন নাকভি। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। একই সিরিজে নাসিম পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান পড়েছে ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি পাকিস্তান পাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ডকে। ৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। নিউইয়র্কে ৯ জুন মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১১ ও ১৬ জুন পাকিস্তান খেলবে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের আগে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। এশিয়ার দলটি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ও চার টি-টোয়েন্টি।
এখন পর্যন্ত আটবার অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সর্বোচ্চ দুই বার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২৫ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে