ক্রীড়া ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান-এ খবর তো অনেক পুরোনো। তবে আইসিসির ইভেন্টটি পাকিস্তানে হবে কি না, সেটা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। খোদ আইসিসিও স্পষ্ট কোনো তথ্য দেয়নি এখনো।
আইসিসি এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জুলাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা ইভেন্টটি।টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তিন ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভেন্যুগুলোর সংস্কার কাজ জোর কদমে শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির প্রস্তুতি দেখে আইসিসি সন্তুষ্ট। প্রস্তাবিত তিন ভেন্যুর কাজ টুর্নামেন্ট (চ্যাম্পিয়নস ট্রফি) শুরুর আগে শেষ হবে বলে পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসির বোর্ড মেম্বারদের আশ্বস্ত করেছেন। আইসিসির সবশেষ বোর্ড সভায় সেটা প্রেজেন্টেশন আকারে দেখিয়েছেন নাকভি।
নাকভি আইসিসির বোর্ড সদ্যসদের পাকিস্তান সফর করতেও আহ্বান জানিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পাকিস্তান কীভাবে প্রস্তুত হচ্ছে, সেটা দেখতে বলেছেন পিসিবি সভাপতি। তবে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সফর করবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপেক্ষা করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
সংযুক্ত আরব আমিরাতে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ২ অক্টোবর দুবাইয়ে যখন আইসিসি ব্রিফিং করেছিল, তখনই প্রশ্ন উঠেছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানিয়েছিলেন, পাকিস্তানেই হবে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। অ্যালার্ডিস তখন দাবি করেছিলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে উল্লেখ করেছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী।
ভারতীয় দল যদি পাকিস্তান সফরে না যায়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিকল্প উপায় খুঁজে বের করতে কদিন আগে বলেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড থম্পসন। এক্ষেত্রে সদ্য নিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন থম্পসন। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেন খেলে, সেজন্য অভিনব এক প্রস্তাব দেয় পিসিবি। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে ভারতীয় দলের শঙ্কা থাকলে প্রতি ম্যাচ শেষে ক্রিকেটারদের (ভারতীয়) ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থার কথা নাকি বিসিসিআইকে বলেছে পিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছিল।
আরও পড়ুন:
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু পাকিস্তান-এ খবর তো অনেক পুরোনো। তবে আইসিসির ইভেন্টটি পাকিস্তানে হবে কি না, সেটা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। খোদ আইসিসিও স্পষ্ট কোনো তথ্য দেয়নি এখনো।
আইসিসি এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জুলাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা ইভেন্টটি।টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তিন ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভেন্যুগুলোর সংস্কার কাজ জোর কদমে শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির প্রস্তুতি দেখে আইসিসি সন্তুষ্ট। প্রস্তাবিত তিন ভেন্যুর কাজ টুর্নামেন্ট (চ্যাম্পিয়নস ট্রফি) শুরুর আগে শেষ হবে বলে পিসিবি সভাপতি মহসিন নাকভি আইসিসির বোর্ড মেম্বারদের আশ্বস্ত করেছেন। আইসিসির সবশেষ বোর্ড সভায় সেটা প্রেজেন্টেশন আকারে দেখিয়েছেন নাকভি।
নাকভি আইসিসির বোর্ড সদ্যসদের পাকিস্তান সফর করতেও আহ্বান জানিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পাকিস্তান কীভাবে প্রস্তুত হচ্ছে, সেটা দেখতে বলেছেন পিসিবি সভাপতি। তবে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল সফর করবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ পাকিস্তান সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপেক্ষা করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।
সংযুক্ত আরব আমিরাতে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে ২ অক্টোবর দুবাইয়ে যখন আইসিসি ব্রিফিং করেছিল, তখনই প্রশ্ন উঠেছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই প্রশ্নের উত্তরে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানিয়েছিলেন, পাকিস্তানেই হবে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। অ্যালার্ডিস তখন দাবি করেছিলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আইসিসিকে দলগুলো আশ্বস্ত করেছে বলে উল্লেখ করেছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী।
ভারতীয় দল যদি পাকিস্তান সফরে না যায়, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিকল্প উপায় খুঁজে বের করতে কদিন আগে বলেছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড থম্পসন। এক্ষেত্রে সদ্য নিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন থম্পসন। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত যেন খেলে, সেজন্য অভিনব এক প্রস্তাব দেয় পিসিবি। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে ভারতীয় দলের শঙ্কা থাকলে প্রতি ম্যাচ শেষে ক্রিকেটারদের (ভারতীয়) ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থার কথা নাকি বিসিসিআইকে বলেছে পিসিবি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইসহ দেশটির কয়েকটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছিল।
আরও পড়ুন:
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৬ ঘণ্টা আগে