ক্রীড়া ডেস্ক
বিশ্রামের আড়ালে সরিয়ে দিয়েছিল বিসিবি। তারপরও মাহমুদউল্লাহ রিয়াদ হাল ছাড়েননি। শুধু নিজেকে প্রস্তুত রেখেছিলেন আর মাঠের কাজটা ঠিকঠাক চালিয়ে গেছেন। কয়েক মাস পর গত বছর ওয়ানডে বিশ্বকাপে আবারও সুযোগ পেলেন দলে। সমালোচনাকে তুড়ি দিয়ে করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন দারুণ এক সেঞ্চুরিও (১১১)।
ব্যাট হাতে সমালোচনার জবাব দেওয়ার পর ওয়ানডে বিশ্বকাপের সময় মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, তাঁর কিছু কথা বলার আছে। তবে সেটির জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে এল।
ওয়ানডে বিশ্বকাপের সময় বলেছিলেন, কী যেন বলার আছে আপনার, আজকে কী সে কথা বলবেন কি না? তবে এবারও ডিফেন্স খেললেন মাহমুদউল্লাহ। আরও একটু সময় নিয়েছেন এই অলরাউন্ডার। ‘ওটা বলব। আমি ভুলিনি ওটা। বলব ইনশা আল্লাহ, অবশ্যই বলব। এটা আমি ভুলিনি। তবে এটা বলার সম্ভবত এখন সঠিক সময় নয়। যখন আমার সময় হবে।’
রসিকতা করে মাহমুদউল্লাহ জানিয়েছেন, সেই কথাগুলো হবে খুবই ‘গরম’ খবর। নিজের ইচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন এবং শেষও করতে চান নিজের ইচ্ছায়, ‘কারণ আমি সব সময় বিশ্বাস করি যে, খেলা শুরু করেছি আমার ইচ্ছায়, বিদায়ও নেব আমার ইচ্ছায়। আল্লাহ যদি সহায় থাকেন আমার প্রতি। ওটা আপনার সময়মতো পাবেন। তখন গরম খবর (হবে সেটি)।’
বিদায় বেলায় নিজের পছন্দ ও অপছন্দ করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘মানুষের ভালোবাসা ও সমর্থন না থাকলে এখানে আসতে পারতাম না। যারা পছন্দ করেন না তাদেরও একটা ধন্যবাদ। যারা পছন্দ করেন তাদের অনেক বড় ধন্যবাদ।’
বিশ্রামের আড়ালে সরিয়ে দিয়েছিল বিসিবি। তারপরও মাহমুদউল্লাহ রিয়াদ হাল ছাড়েননি। শুধু নিজেকে প্রস্তুত রেখেছিলেন আর মাঠের কাজটা ঠিকঠাক চালিয়ে গেছেন। কয়েক মাস পর গত বছর ওয়ানডে বিশ্বকাপে আবারও সুযোগ পেলেন দলে। সমালোচনাকে তুড়ি দিয়ে করেছেন দলের হয়ে সর্বোচ্চ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন দারুণ এক সেঞ্চুরিও (১১১)।
ব্যাট হাতে সমালোচনার জবাব দেওয়ার পর ওয়ানডে বিশ্বকাপের সময় মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, তাঁর কিছু কথা বলার আছে। তবে সেটির জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। প্রশ্নটা তাই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে এল।
ওয়ানডে বিশ্বকাপের সময় বলেছিলেন, কী যেন বলার আছে আপনার, আজকে কী সে কথা বলবেন কি না? তবে এবারও ডিফেন্স খেললেন মাহমুদউল্লাহ। আরও একটু সময় নিয়েছেন এই অলরাউন্ডার। ‘ওটা বলব। আমি ভুলিনি ওটা। বলব ইনশা আল্লাহ, অবশ্যই বলব। এটা আমি ভুলিনি। তবে এটা বলার সম্ভবত এখন সঠিক সময় নয়। যখন আমার সময় হবে।’
রসিকতা করে মাহমুদউল্লাহ জানিয়েছেন, সেই কথাগুলো হবে খুবই ‘গরম’ খবর। নিজের ইচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন এবং শেষও করতে চান নিজের ইচ্ছায়, ‘কারণ আমি সব সময় বিশ্বাস করি যে, খেলা শুরু করেছি আমার ইচ্ছায়, বিদায়ও নেব আমার ইচ্ছায়। আল্লাহ যদি সহায় থাকেন আমার প্রতি। ওটা আপনার সময়মতো পাবেন। তখন গরম খবর (হবে সেটি)।’
বিদায় বেলায় নিজের পছন্দ ও অপছন্দ করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘মানুষের ভালোবাসা ও সমর্থন না থাকলে এখানে আসতে পারতাম না। যারা পছন্দ করেন না তাদেরও একটা ধন্যবাদ। যারা পছন্দ করেন তাদের অনেক বড় ধন্যবাদ।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে