ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কায় রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ মিলে ৭ ম্যাচে হেরেছে কেবল ১টিতে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে লঙ্কানদের গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। পঞ্চম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আজ ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ। ৫৫ রানের লক্ষ্যে নেমে সফরকারীরা জিতেছে ৫০ বল হাতে রেখে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।
অল্প রানের লক্ষ্য হলেও হোঁচট খেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। রানের খাতা খোলার আগেই ভেঙে যায় সফরকারীদের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার সাথী রানিকে ফেরান শ্রীলঙ্কার চেতনা বিমুক্তি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুনেরও উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা মুর্শিদাকে ফিরিয়েছেন নিমেশা মাদুশানি।
সাথী, মুর্শিদাকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১.৫ ওভারে ২ উইকেটে ৩ রান। সফরকারীদের এরপর আর কোনো বিপদ হয়নি। তৃতীয় উইকেটে নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আকতার ৫৯ বলে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। ১১.২ ওভারে বাংলাদেশ করে ২ উইকেটে ৫৬ রান। সর্বোচ্চ ৩৩ রান করেন দিলারা। ৩৪ বলের ইনিংসে বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৪ চার ও ১ ছক্কা। জ্যোতি অপরাজিত থাকেন ২৫ বলে ১৪ রান করে। তাঁর ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কা চোখে সর্ষেফুল দেখতে থাকে। খোলসবন্দী শ্রীলঙ্কার ব্যাটিং করছিল ‘টেস্ট মেজাজে’। ১৬.২ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। স্বাগতিকদের ইনিংসে একমাত্র দুই অঙ্ক পেরোতে পেরেছেন বিমুক্তি। ২০ বলে খেলেছেন ১১ রান। ইনিংসে অবশ্য বাউন্ডারির মার ছিল না। বাংলাদেশের অধিনায়ক রাবেয়াই সেরা বোলিং করেছেন। ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩.২ ওভার বোলিং করেছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আকতার, নাহিদা আকতার ও ফাহিমা খাতুন। সুলতানা খাতুন নিয়েছেন ১ উইকেট।
শ্রীলঙ্কায় রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ মিলে ৭ ম্যাচে হেরেছে কেবল ১টিতে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে লঙ্কানদের গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। পঞ্চম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আজ ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ। ৫৫ রানের লক্ষ্যে নেমে সফরকারীরা জিতেছে ৫০ বল হাতে রেখে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।
অল্প রানের লক্ষ্য হলেও হোঁচট খেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। রানের খাতা খোলার আগেই ভেঙে যায় সফরকারীদের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার সাথী রানিকে ফেরান শ্রীলঙ্কার চেতনা বিমুক্তি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুনেরও উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা মুর্শিদাকে ফিরিয়েছেন নিমেশা মাদুশানি।
সাথী, মুর্শিদাকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১.৫ ওভারে ২ উইকেটে ৩ রান। সফরকারীদের এরপর আর কোনো বিপদ হয়নি। তৃতীয় উইকেটে নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আকতার ৫৯ বলে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। ১১.২ ওভারে বাংলাদেশ করে ২ উইকেটে ৫৬ রান। সর্বোচ্চ ৩৩ রান করেন দিলারা। ৩৪ বলের ইনিংসে বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৪ চার ও ১ ছক্কা। জ্যোতি অপরাজিত থাকেন ২৫ বলে ১৪ রান করে। তাঁর ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কা চোখে সর্ষেফুল দেখতে থাকে। খোলসবন্দী শ্রীলঙ্কার ব্যাটিং করছিল ‘টেস্ট মেজাজে’। ১৬.২ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। স্বাগতিকদের ইনিংসে একমাত্র দুই অঙ্ক পেরোতে পেরেছেন বিমুক্তি। ২০ বলে খেলেছেন ১১ রান। ইনিংসে অবশ্য বাউন্ডারির মার ছিল না। বাংলাদেশের অধিনায়ক রাবেয়াই সেরা বোলিং করেছেন। ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩.২ ওভার বোলিং করেছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আকতার, নাহিদা আকতার ও ফাহিমা খাতুন। সুলতানা খাতুন নিয়েছেন ১ উইকেট।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৮ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৯ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে