ক্রীড়া ডেস্ক
২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
২০২২ শেষ হতে এখনো এক সপ্তাহ বাকি। এরই মধ্যে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে উইজডেন। উইজডেনের এই দলে আছেন মোহাম্মদ রিজওয়ান সহ তিন পাকিস্তানি ক্রিকেটার।
রিজওয়ান চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রিজওয়ান ছাড়া বাকি দুই পাকিস্তানি হলেন শাদাব খান ও হারিস রউফ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ-দুটো টুর্নামেন্টেই রউফ ৮টি করে উইকেট নিয়েছেন। শাদাব এবছর ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
পাকিস্তানি তিন ক্রিকেটার ছাড়াও আছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার, ভারতের দুই ক্রিকেটার আর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে-এই তিন দলের একজন করে ক্রিকেটার আছেন। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার। উইজডেনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে বাটলারকে। আছেন বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার কারান। বাটলার, কারানের সঙ্গে আছেন লেগস্পিনার আদিল রশিদ। ভারতীয় দুই ক্রিকেটার হচ্ছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। সূর্যকুমার এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক, দুটো সেঞ্চুরি করেছেন ক্রিকেটের এই সংস্করণে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা আছেন উইজডেনের এই একাদশে। সাদা বলের ক্রিকেটে এবছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন রাজা।
উইজডেনের ২০২২ টি-টোয়েন্টি দল
১. জস বাটলার (ইংল্যান্ড) (অধিনায়ক ও উইকেটরক্ষক): (১৫ ম্যাচ, ৪৬২ রান, গড়: ৩৫.৫৩, স্ট্রাইকরেট: ১৬০.৪১, সর্বোচ্চ ইনিংস: ৮০*)
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): (২৫ ম্যাচ, ৯৯৬ রান, গড়: ৪৫.২৭, স্ট্রাইকরেট: ১২২.৯৬, সর্বোচ্চ ইনিংস: ৮৮*)
৩. সূর্যকুমার যাদব (ভারত) : (৩১ ম্যাচ, ১১৬৪ রান, গড়: ৪৬.৫৬, স্ট্রাইকরেট: ১৮৭.৪৩, সর্বোচ্চ ইনিংস: ১১৭)
৪. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : (২১ ম্যাচ, ৭১৬ রান, গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ১৫৬.৩৩, সর্বোচ্চ ইনিংস: ১০৪)
৫. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা) : (১৬ ম্যাচ, ৩৬১ রান, গড়: ৬০.১৭, স্ট্রাইকরেট: ১৬৪.৮৪, সর্বোচ্চ ইনিংস: ১০৬*)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : (২৪ ম্যাচ, ৭৩৫ রান, গড়: ৩৫, স্ট্রাইকরেট: ১৫০.৯২, সর্বোচ্চ ইনিংস: ৮৭,২৫ উইকেট, ইকোনমি: ৬.১৩, বোলিং গড়: ১৭.৬৮, সেরা বোলিং: ৪ /৮)
৭. শাদাব খান (পাকিস্তান) : (২০ ম্যাচ, ২০১ রান, গড়: ২০.১০, স্ট্রাইকরেট: ১৫৪.৬১, সর্বোচ্চ ইনিংস: ৫২,২৫ উইকেট, ইকোনমি: ৬.৭৯, বোলিং গড়: ২০.৫৬, সেরা বোলিং: ৪ /৮)
৮. স্যাম কারান (ইংল্যান্ড) : (১৯ ম্যাচ, ২৫ উইকেট, ইকোনমি: ৭.৫৬, বোলিং গড়: ২১.০৮, সেরা বোলিং: ৫/১০)
৯. আদিল রশিদ (ইংল্যান্ড) : (২৪ ম্যাচ, ১৯ উইকেট, ইকোনমি: ৭.৫০, বোলিং গড়: ৩৪.৩৬, সেরা বোলিং: ২/১৭)
১০. হারিস রউফ (পাকিস্তান) : (২৩ ম্যাচ, ৩১ উইকেট, ইকোনমি: ৭.৫৪, বোলিং গড়: ২০.৭৪, সেরা বোলিং: ৩/২৮)
১১. ভুবনেশ্বর কুমার (ভারত) : (৩২ ম্যাচ, ৩৭ উইকেট, ইকোনমি: ৬.৯৮, বোলিং গড়: ১৯.৫৬, সেরা বোলিং: ৫/৪)
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২২ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে