ক্রীড়া ডেস্ক
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
মিরপুরে ৮ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা এমনিতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজ জিততে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয় ড্র অথবা জিততে হবে। সেখানে টস জিতে ব্যাটিং নিয়ে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি দে জর্জি, স্তাবস দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে স্তাবস তাদের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেন, ‘আমাদের দলে কেজির (কাগিসো রাবাদা) মতো বোলার রয়েছে। সে বোলিংটা ভালো করতে পারবে। আমার ধারণা, খেলাটা খুব তাড়াতাড়িই শেষের দিকে এগিয়ে যাবে।’
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে স্টাবসের লেগেছে ১৯৪ বল। ১০৬ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন স্টাবস। ১৯৮ বলের ইনিংসে স্তবস
৬ চার ও ৩ ছক্কা মেরেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার তিন অঙ্ক ছোঁয়ার অনুভূতি নিয়ে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার বলেন, ‘তিন অঙ্ক ছোঁয়াটা আসলে বিশাল স্বস্তির ব্যাপার ছিল আমার জন্য।এটা আমার প্রিয় সেঞ্চুরি থাকবে।’
৩৩ রান করে মার্করাম আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ১ উইকেটে ৬৯ রান। তখন দ্বিতীয় উইকেটে জর্জির সঙ্গে ২০১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্টাবস। জর্জি-স্টাবস জুটি খেলেছেন ৩৪২ বল। এই জুটি নিয়ে স্টাবস বলেন, ‘আসলে আমি দেখিনি কীভাবে মার্করাম আউট হয়েছেন। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। টনির সঙ্গে ব্যাটিং করতে ভালোই লেগেছে।অনেক শান্ত ছিল সে।দারুণভাবে এগোচ্ছিল। তাকে আমার কৃতিত্ব দিতে হবে।’
জর্জিও তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন আজ। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। ২১১ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
মিরপুরে ৮ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা এমনিতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজ জিততে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয় ড্র অথবা জিততে হবে। সেখানে টস জিতে ব্যাটিং নিয়ে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টনি দে জর্জি, স্তাবস দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে স্তাবস তাদের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেন, ‘আমাদের দলে কেজির (কাগিসো রাবাদা) মতো বোলার রয়েছে। সে বোলিংটা ভালো করতে পারবে। আমার ধারণা, খেলাটা খুব তাড়াতাড়িই শেষের দিকে এগিয়ে যাবে।’
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলতে স্টাবসের লেগেছে ১৯৪ বল। ১০৬ রান করে তাইজুলের বলে আউট হয়েছেন স্টাবস। ১৯৮ বলের ইনিংসে স্তবস
৬ চার ও ৩ ছক্কা মেরেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার তিন অঙ্ক ছোঁয়ার অনুভূতি নিয়ে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার বলেন, ‘তিন অঙ্ক ছোঁয়াটা আসলে বিশাল স্বস্তির ব্যাপার ছিল আমার জন্য।এটা আমার প্রিয় সেঞ্চুরি থাকবে।’
৩৩ রান করে মার্করাম আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ১ উইকেটে ৬৯ রান। তখন দ্বিতীয় উইকেটে জর্জির সঙ্গে ২০১ রানের জুটি গড়তে অবদান রাখেন স্টাবস। জর্জি-স্টাবস জুটি খেলেছেন ৩৪২ বল। এই জুটি নিয়ে স্টাবস বলেন, ‘আসলে আমি দেখিনি কীভাবে মার্করাম আউট হয়েছেন। শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। টনির সঙ্গে ব্যাটিং করতে ভালোই লেগেছে।অনেক শান্ত ছিল সে।দারুণভাবে এগোচ্ছিল। তাকে আমার কৃতিত্ব দিতে হবে।’
জর্জিও তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন আজ। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। ২১১ বলের ইনিংসে ১০ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৫ ঘণ্টা আগে