ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ওবেদ ম্যাককয়। উইন্ডিজ পেসার ভালো-মন্দ রেকর্ডের সঙ্গে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছিলেন পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে অনন্য এক নজির গড়েছেন ম্যাককয়। ব্যাটারদের মধ্যে দলের সর্বোচ্চ রান করেছেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে।
ম্যাককয় এমন রেকর্ডটি করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের প্রথম ১০ ব্যাটার তাঁর চেয়ে কম রান করেছেন। তিনি ১১ নম্বর ব্যাটার হিসেবে ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। তাঁর এই রান দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর।
ম্যাককয়ের এই রান আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর তালিকায় এখন প্রথম। এর আগের রেকর্ডটি ছিল ১৭ রানে অপরাজিত থাকা জিম্বাবুয়ের ব্যাটার ক্রিস্টোফার পফুর। তবে পূর্ণ ও সহযোগী সদস্য মিলে আন্তর্জাতিক অঙ্গনে দলীয় ইনিংসে শেষ ব্যাটারের সর্বোচ্চ রান হচ্ছে বেলজিয়ামের খালিদ আহমেদির। ২০২১ সালে তিনি ৩১ রানে অপরাজিত ছিলেন মাল্টার বিপক্ষে।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ-সময় থাকা সত্ত্বেও বুদ্ধিনাশের কারণে রবিচন্দ্রণ অশ্বিনকে রানআউট করেননি ম্যাককয়। এমন অদ্ভুতুড়ে ঘটনার পরের ম্যাচেই ১৭ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ক্যারিবিয়ানদের পক্ষে সেরা বোলিংয়ের। চতুর্থ টি-টোয়েন্টিতে আবার লজ্জার রেকর্ড গড়েন তিনি। ৪ ওভারে ৬৬ রান দিয়ে টি-টোয়েন্টিতে উইন্ডিজের সবচেয়ে খরচে বোলার হয়েছেন এই বাঁ-হাতি পেসার।
ব্যাটারদের এমন লজ্জার দিনে ম্যাচটিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারে ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজও হেরেছে। ক্যারিবিয়ানরা শেষ ম্যাচ খেলবে ধবলধোলাই বাঁচানোর লক্ষ্যে।
ভারতের বিপক্ষে সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ওবেদ ম্যাককয়। উইন্ডিজ পেসার ভালো-মন্দ রেকর্ডের সঙ্গে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছিলেন পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে অনন্য এক নজির গড়েছেন ম্যাককয়। ব্যাটারদের মধ্যে দলের সর্বোচ্চ রান করেছেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে।
ম্যাককয় এমন রেকর্ডটি করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের প্রথম ১০ ব্যাটার তাঁর চেয়ে কম রান করেছেন। তিনি ১১ নম্বর ব্যাটার হিসেবে ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। তাঁর এই রান দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর।
ম্যাককয়ের এই রান আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর তালিকায় এখন প্রথম। এর আগের রেকর্ডটি ছিল ১৭ রানে অপরাজিত থাকা জিম্বাবুয়ের ব্যাটার ক্রিস্টোফার পফুর। তবে পূর্ণ ও সহযোগী সদস্য মিলে আন্তর্জাতিক অঙ্গনে দলীয় ইনিংসে শেষ ব্যাটারের সর্বোচ্চ রান হচ্ছে বেলজিয়ামের খালিদ আহমেদির। ২০২১ সালে তিনি ৩১ রানে অপরাজিত ছিলেন মাল্টার বিপক্ষে।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ-সময় থাকা সত্ত্বেও বুদ্ধিনাশের কারণে রবিচন্দ্রণ অশ্বিনকে রানআউট করেননি ম্যাককয়। এমন অদ্ভুতুড়ে ঘটনার পরের ম্যাচেই ১৭ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ক্যারিবিয়ানদের পক্ষে সেরা বোলিংয়ের। চতুর্থ টি-টোয়েন্টিতে আবার লজ্জার রেকর্ড গড়েন তিনি। ৪ ওভারে ৬৬ রান দিয়ে টি-টোয়েন্টিতে উইন্ডিজের সবচেয়ে খরচে বোলার হয়েছেন এই বাঁ-হাতি পেসার।
ব্যাটারদের এমন লজ্জার দিনে ম্যাচটিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারে ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজও হেরেছে। ক্যারিবিয়ানরা শেষ ম্যাচ খেলবে ধবলধোলাই বাঁচানোর লক্ষ্যে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩৯ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে