নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির পরিচালনা পর্ষদের সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় না ভারত। তাদের ম্যাচগুলো পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধও জানিয়ে রেখেছে তারা।
ভারত-পাকিস্তানের বৈরিতায় বিপাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)। সবশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাদের আপত্তিতে অন্য দলগুলোর সমস্যা বাড়িয়ে হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। এতে ভ্রমণে ঝক্কি, প্রতিকূল আবহাওয়া, পর্যাপ্ত অনুশীলনের অভাবসহ নানা সমস্যা উপলব্ধি করেছে সবাই।
বিসিবি সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতিতে এসিসি চায় না সামনের এশিয়া কাপ নিয়ে আর ঝামেলায় পড়তে। ভারত-পাকিস্তানে সামনের টুর্নামেন্ট দিতে চায় না তারা। চক্র অনুযায়ী ভারতই নাকি আয়োজক হওয়ার কথা ছিল, তবে সেটি নাকি আর হচ্ছে না। জানা গেছে, ২০২৫ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট আয়োজনে তারা যথেষ্ট চেষ্টাও করছে। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ বিষয়ে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত কিছু নয়।
আগামী ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত কলম্বোতে হবে আইসিসির বার্ষিক সম্মেলন। সেখানে এশিয়া কাপ নিয়ে আলোচনা হতে পারে এসিসির সদস্যদের মধ্যে।
এর আগে এশিয়া কাপে পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। সর্বশেষে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনটি এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। গত ৮ বছরে এখানে এশিয়া কাপ আর হয়নি।
কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির পরিচালনা পর্ষদের সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় না ভারত। তাদের ম্যাচগুলো পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধও জানিয়ে রেখেছে তারা।
ভারত-পাকিস্তানের বৈরিতায় বিপাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)। সবশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাদের আপত্তিতে অন্য দলগুলোর সমস্যা বাড়িয়ে হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। এতে ভ্রমণে ঝক্কি, প্রতিকূল আবহাওয়া, পর্যাপ্ত অনুশীলনের অভাবসহ নানা সমস্যা উপলব্ধি করেছে সবাই।
বিসিবি সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতিতে এসিসি চায় না সামনের এশিয়া কাপ নিয়ে আর ঝামেলায় পড়তে। ভারত-পাকিস্তানে সামনের টুর্নামেন্ট দিতে চায় না তারা। চক্র অনুযায়ী ভারতই নাকি আয়োজক হওয়ার কথা ছিল, তবে সেটি নাকি আর হচ্ছে না। জানা গেছে, ২০২৫ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট আয়োজনে তারা যথেষ্ট চেষ্টাও করছে। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ বিষয়ে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত কিছু নয়।
আগামী ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত কলম্বোতে হবে আইসিসির বার্ষিক সম্মেলন। সেখানে এশিয়া কাপ নিয়ে আলোচনা হতে পারে এসিসির সদস্যদের মধ্যে।
এর আগে এশিয়া কাপে পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। সর্বশেষে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনটি এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। গত ৮ বছরে এখানে এশিয়া কাপ আর হয়নি।
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২৬ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে