নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ছিল। গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছিল তারা। বৃষ্টিতে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ‘এ’ দলের। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৩ ও সাইফ হাসান ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক মোহাম্মদ মিঠুন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন। দলীয় ৩ উইকেটের বিনিময়ে ৬১ রানের সময় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচে অপরাজিত থাকেন দুই ব্যাটার সৌম্য সরকার ৩০ রান ও শাহাদাত হোসেন দীপু ১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। স্বাগতিকদের শুরুটা ভালো হয়। দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভা ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। জশুয়াকে ২৩ রানে আউট করে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম উইকেট এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচে দুর্দান্ত বল করা রাজা পরে আরও ৩ উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচের সেরা পেসার ৫০ রানে ৪ উইকেট নেন। অন্য ওপেনার চন্দরপলকে স্পিনার রকিবুল হাসান দ্রুত আউট করলেও উইন্ডিজ ‘এ’ দলকে ২৩৮ রানের সংগ্রহ এনে দেন টেডি বিশপ ও গ্রিভস জাস্টিনের জুটি। এ দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার বিশপ।
বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যেকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ছিল। গতকাল সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নেমেছিল তারা। বৃষ্টিতে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ‘এ’ দলের। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ৩ ও সাইফ হাসান ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক মোহাম্মদ মিঠুন তৃতীয় ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন। দলীয় ৩ উইকেটের বিনিময়ে ৬১ রানের সময় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। ম্যাচে অপরাজিত থাকেন দুই ব্যাটার সৌম্য সরকার ৩০ রান ও শাহাদাত হোসেন দীপু ১ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ‘এ’ দল ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। স্বাগতিকদের শুরুটা ভালো হয়। দুই ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও জশুয়া ডি সিলভা ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। জশুয়াকে ২৩ রানে আউট করে বাংলাদেশ ‘এ’ দলকে প্রথম উইকেট এনে দেন পেসার রেজাউর রহমান রাজা। ম্যাচে দুর্দান্ত বল করা রাজা পরে আরও ৩ উইকেট নেন। সব মিলিয়ে ম্যাচের সেরা পেসার ৫০ রানে ৪ উইকেট নেন। অন্য ওপেনার চন্দরপলকে স্পিনার রকিবুল হাসান দ্রুত আউট করলেও উইন্ডিজ ‘এ’ দলকে ২৩৮ রানের সংগ্রহ এনে দেন টেডি বিশপ ও গ্রিভস জাস্টিনের জুটি। এ দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। ৬০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার বিশপ।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১৪ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৪৩ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে