ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসানের শেষ টেস্ট নিয়ে আলাপ-আলোচনা তো কম হচ্ছে না। কারণ বাংলাদেশের মাঠে তাঁর শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাওয়া, সাকিব যেন দেশের মাঠেই টেস্টকে বিদায় জানাতে পারেন।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যদিও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। এরই মধ্যে শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপ শুরুর দিনই সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন।বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান, আমি চাই সেই সুযোগ যেন তিনি পান।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব চেয়েছিলেন, দেশে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। সেকারণে সাকিবের কানপুরেই টেস্ট ক্যারিয়ার শেষ বলে অনেকে হয়তো ভেবেও নিয়েছেন। কারণ তাঁর দেশে ফেরার সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় তাঁর বিরুদ্ধে। এমনকি সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
সাকিবের নিরাপত্তা চাওয়ার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার দায়িত্ব বোর্ড নেবে না। আসিফ মাহমুদও কদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’। শারজায় গতকাল যখন আবার সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এল, তখন ক্রীড়া উপদেষ্টা বলেন,
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ জিনিসটা আইন মন্ত্রণালয়ের।’
গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা যখন গিয়েছিলেন, সেখানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন–
সাকিব আল হাসানের শেষ টেস্ট নিয়ে আলাপ-আলোচনা তো কম হচ্ছে না। কারণ বাংলাদেশের মাঠে তাঁর শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটা নিয়ে অনেক সংশয় রয়েছে। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাওয়া, সাকিব যেন দেশের মাঠেই টেস্টকে বিদায় জানাতে পারেন।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তখন তিনি মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে যদিও অনেক দূরের পথ বলে মনে হচ্ছে। এরই মধ্যে শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপ শুরুর দিনই সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন।বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান, আমি চাই সেই সুযোগ যেন তিনি পান।’
বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব চেয়েছিলেন, দেশে তাঁর পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজন। সেকারণে সাকিবের কানপুরেই টেস্ট ক্যারিয়ার শেষ বলে অনেকে হয়তো ভেবেও নিয়েছেন। কারণ তাঁর দেশে ফেরার সঙ্গে নিরাপত্তার বিষয়টিও জড়িত। সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর হত্যা মামলা হয় তাঁর বিরুদ্ধে। এমনকি সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও হয়েছে।
সাকিবের নিরাপত্তা চাওয়ার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, নিরাপত্তার দায়িত্ব বোর্ড নেবে না। আসিফ মাহমুদও কদিন আগে বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’। শারজায় গতকাল যখন আবার সাকিবের নিরাপত্তার প্রসঙ্গ এল, তখন ক্রীড়া উপদেষ্টা বলেন,
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ জিনিসটা আইন মন্ত্রণালয়ের।’
গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মঙ্গলবার। সেই টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটাররা যখন গিয়েছিলেন, সেখানে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন কোহলি। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন–
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে