ক্রীড়া ডেস্ক
‘ক্যাপ্টেন কুল’-শব্দ দুটি শুনলে অনেকেই নির্দ্বিধায় বলবেন মহেন্দ্র সিং ধোনির নাম। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, ঠাণ্ডা মাথায় অনেক ম্যাচ বের করেছেন। অ্যান্টিগাতে গতকাল রেকর্ড গড়া জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের কথায় এসেছে ধোনির প্রসঙ্গ।
ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে ২০২৩ বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ওয়ানডে উইন্ডিজ খেলেছিল বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে আগস্টে। চার মাস পর অ্যান্টিগাতে গতকাল ওয়ানডে খেলতে নেমেছে উইন্ডিজ। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড ৫০ ওভার ব্যাটিং করে ৩২৫ রানে অলআউট হয়েছে। বেশিরভাগ সময় টপ অর্ডারে ব্যাটিং করলেও ইংলিশদের বিপক্ষে গতকাল চারে ব্যাটিং করেন হোপ। যখন ব্যাটিংয়ে এসেছেন তখন উইন্ডিজের স্কোর ১৮.৪ ওভারে ২ উইকেটে ১০৬ রান। রিকোয়ার্ড রানরেট যেমনই হোক, হোপ ছিলেন ধীরস্থির। ৫১ বলে করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৫ তম ফিফটি। সতীর্থদের সঙ্গে জুটি গড়তে অবদান রেখেছেন উইন্ডিজ অধিনায়ক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়েছেন। ৪৯ তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে দুই ছক্কায় হোপ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৬ তম সেঞ্চুরি। এরপর পঞ্চম বলে ছক্কা মেরে উইন্ডিজকে এনে দেন ৭ উইকেটের রেকর্ড গড়া জয়। ওয়ানডে ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে এটা ওয়ানডেতে উইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া জয়ের দিন বেশ কিছু রেকর্ডও গড়েছেন হোপ। উইন্ডিজের ১১ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করেছেন ৫০০০ রান। যৌথভাবে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান করার রেকর্ড গড়েছেন তিনি। স্যার ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, হোপ-তিন ব্যাটারই ওয়ানডেতে ৫০০০ রান করতে খেলেছেন ১১৪ ইনিংস। ৯৭ ও ১০১ ইনিংসে ৫০০০ রান করে ওয়ানডেতে দ্রুততম এমন কীর্তি গড়া শীর্ষ দুই ব্যাটার বাবর আজম ও হাশিম আমলা। অ্যান্টিগাতে গতকাল ৮৩ বলে ৪ চার ও ৭ ছক্কায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হোপ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আপনি যেমনটা বললেন, জয়ের জন্য আমি এভাবে খেলি। এমএস ধোনির সঙ্গে অনেক আগে কথা হয়েছিল। তখন তিনি বলেছেন, তুমি যত বেশি চিন্তা কর, সেটার চেয়ে বেশি সময় তুমি পাও উইকেটে থাকার। আমার সঙ্গে ঠিক তাই হয়েছে। দীর্ঘদিন ধরে ওয়ানডে ম্যাচ খেলায় যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জিততে পারি।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৭৬ রান। ইংলিশ ওপেনার উইল জ্যাকসের তখন স্কোর ছিল ২১ বলে ২৫ রান আর ২৭ বলে ৪৫ রান করেন আরেক ওপেনার ফিল সল্ট। ইংলিশদের আক্রমণাত্মক ওয়েস্ট ইন্ডিজ দিশেহারা হয়ে ফিল্ডিংয়েও ভুল করতে থাকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ইংলিশদের রান তোলার গতি কমতে থাকে। ইংল্যান্ডের ওপেনারদের প্রশংসা করে হোপ বলেন, ‘তাদের ওপেনাররা দারুণ ব্যাটিং করেছে। তারা যখন বাউন্ডারি মারছিল, তখন আমরা পিছিয়ে পড়েছিলাম। আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। এখানে আমাদের উন্নতি করতে হবে।’
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে সেরা পাঁচ জয়:
৩২৮ রান; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ডাবলিন; ২০১৯
৩২৬ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: অ্যান্টিগা; ২০২৩
৩০৯ রান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: গায়ানা; ২০১৭
২৯৮ রান; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: সেঞ্চুরিয়ন; ২০০৪
২৯২ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: কিংসটাউন; ২০০২
ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান করা সেরা পাঁচ ব্যাটার (ইনিংসের হিসেবে) :
৯৭; বাবর আজম (পাকিস্তান)
১০১; হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
১১৪; স্যার ভিভিয়ান রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
১১৪; বিরাট কোহলি (ভারত)
১১৪; শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
‘ক্যাপ্টেন কুল’-শব্দ দুটি শুনলে অনেকেই নির্দ্বিধায় বলবেন মহেন্দ্র সিং ধোনির নাম। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, ঠাণ্ডা মাথায় অনেক ম্যাচ বের করেছেন। অ্যান্টিগাতে গতকাল রেকর্ড গড়া জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের কথায় এসেছে ধোনির প্রসঙ্গ।
ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে ২০২৩ বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ওয়ানডে উইন্ডিজ খেলেছিল বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে আগস্টে। চার মাস পর অ্যান্টিগাতে গতকাল ওয়ানডে খেলতে নেমেছে উইন্ডিজ। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড ৫০ ওভার ব্যাটিং করে ৩২৫ রানে অলআউট হয়েছে। বেশিরভাগ সময় টপ অর্ডারে ব্যাটিং করলেও ইংলিশদের বিপক্ষে গতকাল চারে ব্যাটিং করেন হোপ। যখন ব্যাটিংয়ে এসেছেন তখন উইন্ডিজের স্কোর ১৮.৪ ওভারে ২ উইকেটে ১০৬ রান। রিকোয়ার্ড রানরেট যেমনই হোক, হোপ ছিলেন ধীরস্থির। ৫১ বলে করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ২৫ তম ফিফটি। সতীর্থদের সঙ্গে জুটি গড়তে অবদান রেখেছেন উইন্ডিজ অধিনায়ক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হয়েছেন। ৪৯ তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে দুই ছক্কায় হোপ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৬ তম সেঞ্চুরি। এরপর পঞ্চম বলে ছক্কা মেরে উইন্ডিজকে এনে দেন ৭ উইকেটের রেকর্ড গড়া জয়। ওয়ানডে ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে এটা ওয়ানডেতে উইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া জয়ের দিন বেশ কিছু রেকর্ডও গড়েছেন হোপ। উইন্ডিজের ১১ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করেছেন ৫০০০ রান। যৌথভাবে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান করার রেকর্ড গড়েছেন তিনি। স্যার ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, হোপ-তিন ব্যাটারই ওয়ানডেতে ৫০০০ রান করতে খেলেছেন ১১৪ ইনিংস। ৯৭ ও ১০১ ইনিংসে ৫০০০ রান করে ওয়ানডেতে দ্রুততম এমন কীর্তি গড়া শীর্ষ দুই ব্যাটার বাবর আজম ও হাশিম আমলা। অ্যান্টিগাতে গতকাল ৮৩ বলে ৪ চার ও ৭ ছক্কায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হোপ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আপনি যেমনটা বললেন, জয়ের জন্য আমি এভাবে খেলি। এমএস ধোনির সঙ্গে অনেক আগে কথা হয়েছিল। তখন তিনি বলেছেন, তুমি যত বেশি চিন্তা কর, সেটার চেয়ে বেশি সময় তুমি পাও উইকেটে থাকার। আমার সঙ্গে ঠিক তাই হয়েছে। দীর্ঘদিন ধরে ওয়ানডে ম্যাচ খেলায় যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জিততে পারি।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড প্রথম ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৭৬ রান। ইংলিশ ওপেনার উইল জ্যাকসের তখন স্কোর ছিল ২১ বলে ২৫ রান আর ২৭ বলে ৪৫ রান করেন আরেক ওপেনার ফিল সল্ট। ইংলিশদের আক্রমণাত্মক ওয়েস্ট ইন্ডিজ দিশেহারা হয়ে ফিল্ডিংয়েও ভুল করতে থাকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ইংলিশদের রান তোলার গতি কমতে থাকে। ইংল্যান্ডের ওপেনারদের প্রশংসা করে হোপ বলেন, ‘তাদের ওপেনাররা দারুণ ব্যাটিং করেছে। তারা যখন বাউন্ডারি মারছিল, তখন আমরা পিছিয়ে পড়েছিলাম। আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। এখানে আমাদের উন্নতি করতে হবে।’
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে সেরা পাঁচ জয়:
৩২৮ রান; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ডাবলিন; ২০১৯
৩২৬ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: অ্যান্টিগা; ২০২৩
৩০৯ রান; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: গায়ানা; ২০১৭
২৯৮ রান; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: সেঞ্চুরিয়ন; ২০০৪
২৯২ রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: কিংসটাউন; ২০০২
ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান করা সেরা পাঁচ ব্যাটার (ইনিংসের হিসেবে) :
৯৭; বাবর আজম (পাকিস্তান)
১০১; হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
১১৪; স্যার ভিভিয়ান রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
১১৪; বিরাট কোহলি (ভারত)
১১৪; শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৫ ঘণ্টা আগে