ক্রীড়া ডেস্ক
সব সিলিন্ডারের ছিপি খুলে দিয়ে যেন আকাশে উড়ছে ভারত! কি ব্যাটিং, কি বোলিং, কি ফিল্ডিং—কোনো বিভাগেই কমতি নেই দলটির। ১০০তে ১০০ নম্বর পেয়েই ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় দলের এই উদ্ভাসিত পারফরম্যান্সের রহস্য কী? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উত্তর, ‘টিমওয়ার্ক’।
এই বিশ্বকাপে ভারতের পাঁচ ব্যাটারের রান ৩০০-এর বেশি। ১০ কিংবা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন পাঁচ ভারতীয় বোলারও। ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যই ফাইনালে তুলে এনেছে ভারতকে। যে কারণেই চেনা কন্ডিশন, গ্যালারি-ভর্তি সমর্থন পেতে যাওয়া ভারত ফাইনালেও ফেবারিট।
তবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে টিমওয়ার্কের অংশ হিসেবে দেখছেন রোহিত। ভারতীয় অধিনায়কের ভাষায়, ‘যখন কেউ সেঞ্চুরি করছে, পাঁচ উইকেট পাচ্ছে, সেটা আলোচনায় আসছে। কিন্তু আমার উপলব্ধি জাদেজা (রবীন্দ্র), কুলদীপ (যাদব), লোকেশ রাহুল, শুভমান গিলরা দলে নিজেদের ভূমিকাটা দুর্দান্তভাবে পালন করছে। আর তাতেই কেউ না কেউ ৫ উইকেট কিংবা সেঞ্চুরি করার সহজ মঞ্চ পেয়ে যাচ্ছে। যদি তাদের কাছে যা প্রত্যাশা, সেটা তারা না করতে পারত, ৫ উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করাটা কঠিন হয়ে যেত। উভয় দিক থেকে চাপ সৃষ্টি হয় বলেই কাজটা সহজ হয়। একজন বোলার ১০ ওভার বল করতে পারে, ৫০ ওভার বল করতে পারে না। তাই ৫ উইকেট পাওয়ার জন্য অন্যদের সাহায্যের দরকার হয়।’
সুন্দর ও সমন্বিত যে টিমওয়ার্কের মাধ্যমেই এত দূর আসা, আজকের ফাইনালে দলের কাছে সেটিই যে চাওয়া থাকবে অধিনায়কের, তা আর না বললেও চলে। গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘প্রতিটি ম্যাচে নেতৃত্বে থেকে আমরা দল হিসেবে গুছিয়ে উঠেছি। কী করতে চাই, তা নিয়ে আমরা নিশ্চিত। কারণ, আমরা জানি আমাদের বাইরের পরিবেশটা কেমন। সেখানে প্রত্যাশা আছে, চাপ আছে, আছে সমালোচনা। তাই আমরা কী করতে চাই, তার ওপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ।’
অধিনায়কের বিশ্বাস আছে সতীর্থদের ওপরও, ‘তাদের ভেতরের কী অবস্থা, সেটা আমি আপনাদের বলতে পারব না। কিন্তু তারা যখন দলে থাকে, তখন তাদের সবাইকে বেশ নির্ভার ও শান্ত মনে হয়। আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন এই চাপটা তো নিতেই হয়।’
ভারত শেষবার শিরোপা জেতে ২০১১ বিশ্বকাপে। ঘরের মাঠে সেবার তারা শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বেই ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত আর কোনো বড় টুর্নামেন্ট জেতেনি। এত দিনের সাফল্য-খরা ঘোচানোর সুযোগ হিসেবেই এই ফাইনালকে দেখছেন রোহিত, ‘এটা বড় একটা উপলক্ষ। আমি এবং আমার বাকি ১০ সতীর্থ, যারা আগামীকাল খেলবে, সবারই উচিত তাদের কাজ নিয়ে মনোযোগী হওয়া, এটা তাদের জীবনের সেরা মুহূর্ত, তা নিয়ে নয়।’
সব সিলিন্ডারের ছিপি খুলে দিয়ে যেন আকাশে উড়ছে ভারত! কি ব্যাটিং, কি বোলিং, কি ফিল্ডিং—কোনো বিভাগেই কমতি নেই দলটির। ১০০তে ১০০ নম্বর পেয়েই ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় দলের এই উদ্ভাসিত পারফরম্যান্সের রহস্য কী? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উত্তর, ‘টিমওয়ার্ক’।
এই বিশ্বকাপে ভারতের পাঁচ ব্যাটারের রান ৩০০-এর বেশি। ১০ কিংবা তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন পাঁচ ভারতীয় বোলারও। ক্রিকেটারদের ব্যক্তিগত সাফল্যই ফাইনালে তুলে এনেছে ভারতকে। যে কারণেই চেনা কন্ডিশন, গ্যালারি-ভর্তি সমর্থন পেতে যাওয়া ভারত ফাইনালেও ফেবারিট।
তবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে টিমওয়ার্কের অংশ হিসেবে দেখছেন রোহিত। ভারতীয় অধিনায়কের ভাষায়, ‘যখন কেউ সেঞ্চুরি করছে, পাঁচ উইকেট পাচ্ছে, সেটা আলোচনায় আসছে। কিন্তু আমার উপলব্ধি জাদেজা (রবীন্দ্র), কুলদীপ (যাদব), লোকেশ রাহুল, শুভমান গিলরা দলে নিজেদের ভূমিকাটা দুর্দান্তভাবে পালন করছে। আর তাতেই কেউ না কেউ ৫ উইকেট কিংবা সেঞ্চুরি করার সহজ মঞ্চ পেয়ে যাচ্ছে। যদি তাদের কাছে যা প্রত্যাশা, সেটা তারা না করতে পারত, ৫ উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করাটা কঠিন হয়ে যেত। উভয় দিক থেকে চাপ সৃষ্টি হয় বলেই কাজটা সহজ হয়। একজন বোলার ১০ ওভার বল করতে পারে, ৫০ ওভার বল করতে পারে না। তাই ৫ উইকেট পাওয়ার জন্য অন্যদের সাহায্যের দরকার হয়।’
সুন্দর ও সমন্বিত যে টিমওয়ার্কের মাধ্যমেই এত দূর আসা, আজকের ফাইনালে দলের কাছে সেটিই যে চাওয়া থাকবে অধিনায়কের, তা আর না বললেও চলে। গতকাল ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘প্রতিটি ম্যাচে নেতৃত্বে থেকে আমরা দল হিসেবে গুছিয়ে উঠেছি। কী করতে চাই, তা নিয়ে আমরা নিশ্চিত। কারণ, আমরা জানি আমাদের বাইরের পরিবেশটা কেমন। সেখানে প্রত্যাশা আছে, চাপ আছে, আছে সমালোচনা। তাই আমরা কী করতে চাই, তার ওপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ।’
অধিনায়কের বিশ্বাস আছে সতীর্থদের ওপরও, ‘তাদের ভেতরের কী অবস্থা, সেটা আমি আপনাদের বলতে পারব না। কিন্তু তারা যখন দলে থাকে, তখন তাদের সবাইকে বেশ নির্ভার ও শান্ত মনে হয়। আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন এই চাপটা তো নিতেই হয়।’
ভারত শেষবার শিরোপা জেতে ২০১১ বিশ্বকাপে। ঘরের মাঠে সেবার তারা শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বেই ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত আর কোনো বড় টুর্নামেন্ট জেতেনি। এত দিনের সাফল্য-খরা ঘোচানোর সুযোগ হিসেবেই এই ফাইনালকে দেখছেন রোহিত, ‘এটা বড় একটা উপলক্ষ। আমি এবং আমার বাকি ১০ সতীর্থ, যারা আগামীকাল খেলবে, সবারই উচিত তাদের কাজ নিয়ে মনোযোগী হওয়া, এটা তাদের জীবনের সেরা মুহূর্ত, তা নিয়ে নয়।’
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৬ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে