মোস্তাফিজরা আদৌ আইপিএলে দল পাবেন এবার

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১১: ৫৭
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২: ২৯
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: চেন্নাইয়ের ফেসবুক পেজ

আইপিএলের মেগা নিলাম বলে কথা। তিন বছর পরপর হওয়া এই নিলাম এক দিনে শেষ হয়ে যাওয়ার কথা তো নয়। অর্থের ঝনঝনানিতে পূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মেগা নিলামকে ঘিরে খেলোয়াড়, মালিকপক্ষ সবারই আগ্রহ থাকে অনেক বেশি।

সৌদি আরবের জেদ্দায় গতকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছিল ২০২৫ আইপিএলের মেগা নিলাম। টিভিতে কিংবা ক্রিকবাজ-ক্রিকইনফোসহ ভারতীয় গণমাধ্যমে যাঁরা নজর রেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথম দিন কী পরিমাণ টাকার বৃষ্টি হয়েছে। পূর্বের সব রেকর্ড ভেঙে আইপিএল ইতিহাসের দামি খেলোয়াড় বনে গেলেন ঋষভ পন্ত। ২৭ কোটি রুপিতে তাঁকে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এছাড়া বিদেশিদের মধ্যে জস বাটলার, ফিল সল্টসহ টি-টোয়েন্টির ‘হটকেক’দের চড়া দামে কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের প্রথম দিন বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্রথম দিন ডাক পাননি দেখে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা যে একেবারে শেষ, তাও নয়। কারণ, আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদির জেদ্দায় শুরু হবে মেগা নিলামের দ্বিতীয় পর্ব। এখন প্রশ্ন হলো, মোস্তাফিজুর রহমান-সাকিব আল হাসানদের ২০২৫ আইপিএলে দল পাবার সম্ভাবনা কতটুকু? প্রথমেই আসা যাক মোস্তাফিজের কথায়। চেন্নাই সুপার কিংসে গতবার যতটুকু সময় খেলেছেন, সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’ পাওয়ার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন। এছাড়া বাংলাদেশের বাঁহাতি পেসার আইপিএল ছেড়ে আসার পরও তাঁকে নিয়ে চেন্নাই সামাজিক মাধ্যমে অসংখ্যবার পোস্ট দিয়েছে।

মোস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত ফেসবুকে ‘ফিজ বন্দনা’ ২০২৪ থেকে নিয়মিত করে আসছে চেন্নাই। বাংলাদেশের ১২ ক্রিকেটারের মধ্যে এবারের আইপিএলে তাঁর ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ধরে না রাখলেও এই দলে এবার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের ধীর গতির উইকেটে তাঁর কাটার অনেক কার্যকরী হতে পারে। ২০১৬ থেকে শুরু করে গত ৮ বছরে আইপিএলে তিনি খেলেছেন ৫৭ ম্যাচ। চেন্নাইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস-এই পাঁচ ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারের। এসব ছাড়াও ভারতের ঘরোয়া ক্রিকেটে বাঁহাতি পেসার কম থাকার কারণে মোস্তাফিজের মতো বিদেশি বাঁহাতিদের কদর একটু বেশিই থাকে আইপিএলে। এমনকি বিপিএল, আইপিএলের পাশাপাশি তাঁর লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে।

আইপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা সাকিব আল হাসানের। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত ৭১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন তিনি। তবে সবশেষ ২০২১ আইপিএলে তিনি যে কলকাতার হয়ে খেলেছেন, তাতে আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ২০২৩ আইপিএলে কলকাতা বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিলেও শেষ মুহূর্তে জেসন রয় খেলেছেন তাঁর (সাকিব) বিকল্প হিসেবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও সাকিবের আগের সেই ধার তেমন নেই। আইপিএল বাদে যুক্তরাষ্ট্র, কানাডা, আবুধাবি টি-টেন-বিদেশের এসব ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি ধারাবাহিক পারফর্ম করতে ব্যর্থ। কদিন আগে চেন্নাই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে রবীন্দ্র জাদেজার পাশে সাকিবের ছায়া দেখিয়ে পোস্ট করার পর বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা একটু বেড়েছে ঠিকই। তবে সেই সম্ভাবনা অনেকটাই কম। যেখানে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররা এখনো মেগা নিলামে অবিক্রিত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সদ্য অবসর নেওয়া সাকিব আল হাসান সবশেষ আইপিএলে খেলেছেন ২০২১ সালে।  ছবি: ফাইল ছবি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সদ্য অবসর নেওয়া সাকিব আল হাসান সবশেষ আইপিএলে খেলেছেন ২০২১ সালে। ছবি: ফাইল ছবি

শরীফুল ইসলাম, তাসকিন আহমেদদের আগে কয়েকবার নেওয়ার চেষ্টা করেছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আইপিএল খেলার অনাপত্তিপত্র পাননি তাঁরা। নাহিদ রানা, তানজিম হাসান সাকিবের মতো পেসাররা গতির ঝলকে আন্তর্জাতিক ক্রিকেটে নামডাক কুড়োলেও আইপিএলে এমন গতিময় পেসার আছেন ভুঁড়ি-ভুঁড়ি। মায়াংক যাদব ২০২৪ আইপিএলে ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করে কাঁপিয়ে দিয়েছিলেন। সেবার তিনি খেলেছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। রিশাদ হোসেনের পাঞ্জাব কিংসে ডাক পাওয়ার হালকা সম্ভাবনা আছে। কারণ, ২০২৫ আইপিএলে পাঞ্জাবের কোচ রিকি পন্টিং। তাঁরই (পন্টিং) বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস কিনেছে রিশাদকে।

লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজেরও আইপিএলে দল পাবার সম্ভাবনা ক্ষীণ। যেখানে লিটন ২০২৩ আইপিএলে কলকাতার হয়ে ১ ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেভাবে জ্বলে উঠতে পারছেন না তিনি। অন্যদিকে বিদেশি তারকা ব্যাটারদের ক্ষেত্রে প্রথম দিনে নিলাম শেষে চোখ বুলানো হলে দেখা যাবে, ২ কোটি রুপির ভিত্তিমূল্যের লিয়াম লিভিংস্টোনকে ৮.৭৫ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সাড়ে ৭ কোটি রুপিতে কিনেছে ডেভিড মিলারকে।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এতক্ষণের আলোচনার মধ্যে বাকি ছিলেন হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। তাঁদের দল পাবার সম্ভাবনাও খুব একটা নেই। তাছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার কিঞ্চিৎ সম্ভাবনা রয়েছে। কারণ, বাংলাদেশিদের নিলে ব্র্যান্ডিংটা আরও ভালো করতে পারবে কলকাতা। এমনকি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ দুই এলাকাতেই বাংলা ভাষাভাষি লোকের সংখ্যা বেশি। মেগা নিলাম শেষ হওয়ার আগেই ২০২৫ আইপিএলের দিনক্ষণ জানা গেছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে ১৮তম আইপিএল। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত