ক্রীড়া ডেস্ক
ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।
শোয়েবকে নিয়ে বড় এক খোঁচাই মেরেছেন শ্রীশান্ত। বিশ্বের দ্রুততম গতির বোলারকে স্পিনার বানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, শোয়েবকে নাকি শচীন স্পিনারের মতো খেলতেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক পেসার।
শোয়েবকে ভাই সম্বোধন করে শ্রীশান্ত বলেছেন, ‘শোয়েব ভাই কেন আপনি সব সময় এমনটা লেখেন। কোন জায়গায় আপনার সঙ্গে আমরা একমত হব। শচীন পাজিকে তিনি একবার আউট করেছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন শচীন পাজি শোয়েবকে স্পিনারের মতো খেলতেন। আমি আপনার বড় ভক্ত। তবে আপনি যদি শচীন পাজির সঙ্গে পাঙ্গা নেন তাহলে আমরা ছেড়ে কথা বলব না (হাসি)।’
গত ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচকে সামনে রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের সাহস জোগানোর চেষ্টা করছিলেন তিনি। কেননা ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭ বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেদিনও হারই সঙ্গী হয়েছে তাঁর দলের। ম্যাচ শুরুর আগের দিন শচীনকে আউট করার এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল (১৪ অক্টোবর) যদি তোমরা এমন কিছু করতে চাও তাহলে মাথা ঠান্ডা রাখো।’
এমন খোঁচার জবাব ম্যাচ শেষেই পেয়ে যান শোয়েব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ৮–০ হওয়ার পর সামাজিক মাধ্যমে শচীন লিখেছিলেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনেছি এবং সবকিছুই ঠান্ডা রেখেছি।’
ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।
শোয়েবকে নিয়ে বড় এক খোঁচাই মেরেছেন শ্রীশান্ত। বিশ্বের দ্রুততম গতির বোলারকে স্পিনার বানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, শোয়েবকে নাকি শচীন স্পিনারের মতো খেলতেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক পেসার।
শোয়েবকে ভাই সম্বোধন করে শ্রীশান্ত বলেছেন, ‘শোয়েব ভাই কেন আপনি সব সময় এমনটা লেখেন। কোন জায়গায় আপনার সঙ্গে আমরা একমত হব। শচীন পাজিকে তিনি একবার আউট করেছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন শচীন পাজি শোয়েবকে স্পিনারের মতো খেলতেন। আমি আপনার বড় ভক্ত। তবে আপনি যদি শচীন পাজির সঙ্গে পাঙ্গা নেন তাহলে আমরা ছেড়ে কথা বলব না (হাসি)।’
গত ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচকে সামনে রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের সাহস জোগানোর চেষ্টা করছিলেন তিনি। কেননা ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭ বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেদিনও হারই সঙ্গী হয়েছে তাঁর দলের। ম্যাচ শুরুর আগের দিন শচীনকে আউট করার এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল (১৪ অক্টোবর) যদি তোমরা এমন কিছু করতে চাও তাহলে মাথা ঠান্ডা রাখো।’
এমন খোঁচার জবাব ম্যাচ শেষেই পেয়ে যান শোয়েব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ৮–০ হওয়ার পর সামাজিক মাধ্যমে শচীন লিখেছিলেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনেছি এবং সবকিছুই ঠান্ডা রেখেছি।’
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৬ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩৬ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে