ক্রীড়া ডেস্ক
কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।
আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’
বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।
কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।
আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’
বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৩৯ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে