ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে বাজিমাত করল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে আরও এক সুখবর পেল যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডায় গত রাতে পণ্ড হয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্বেই। ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হয়েছে মার্কিনদের।
২০২৪-এর মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে সরাসরি খেলবে ১২ দল। ১২ দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে। দুই বছর পর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক সূত্রেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুই দল। যে ১২ দল আগামী বিশ্বকাপের টিকিট কাটবে, তার মধ্যে ১০ দল সুপার এইট ও আয়োজক সূত্রে নিশ্চিত করে ফেলেছে। বাকি ২ দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ের প্রথম দুই দল।
২০২৬ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে, এসব ক্ষেত্রে শেষ দুই দল নির্ধারণ একটু জটিল। কারণ ভারত চলমান বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করলেও লঙ্কানরা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। সেক্ষেত্রে এবারের সুপার এইটের বাইরে থাকা দলের বাইরে র্যাঙ্কিংয়ের সেরা তিন দল সরাসরি টিকিট কাটবে আগামী বিশ্বকাপের। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪, ৬, ৭ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বলতে গেলে সুপার এইটে এক পা দিয়েই রেখেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কারা সুপার এইট নিশ্চিত করবে, তা জানা যাবে আগামীকাল। স্কটল্যান্ড সুপার এইটে উঠলে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সুযোগ মিলবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার। যদি স্কটল্যান্ড ওঠে, তাহলে আইরিশদের বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে। ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত র্যাঙ্কিংয়ের হিসাব করা হবে এখানে।
১২ দল সরাসরি নিশ্চিত করলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ—এই তিন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসবে দুটি করে দল। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে, যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব চলছে ইতালিতে।
প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে এসে বাজিমাত করল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে তারা। একই সঙ্গে আরও এক সুখবর পেল যুক্তরাষ্ট্র।
ফ্লোরিডায় গত রাতে পণ্ড হয়েছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্বেই। ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হয়েছে মার্কিনদের।
২০২৪-এর মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে সরাসরি খেলবে ১২ দল। ১২ দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে। দুই বছর পর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক সূত্রেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার দুই দল। যে ১২ দল আগামী বিশ্বকাপের টিকিট কাটবে, তার মধ্যে ১০ দল সুপার এইট ও আয়োজক সূত্রে নিশ্চিত করে ফেলেছে। বাকি ২ দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ের প্রথম দুই দল।
২০২৬ বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে, এসব ক্ষেত্রে শেষ দুই দল নির্ধারণ একটু জটিল। কারণ ভারত চলমান বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করলেও লঙ্কানরা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। সেক্ষেত্রে এবারের সুপার এইটের বাইরে থাকা দলের বাইরে র্যাঙ্কিংয়ের সেরা তিন দল সরাসরি টিকিট কাটবে আগামী বিশ্বকাপের। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪, ৬, ৭ ও ৯ নম্বরে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। তবে বাংলাদেশ বলতে গেলে সুপার এইটে এক পা দিয়েই রেখেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কারা সুপার এইট নিশ্চিত করবে, তা জানা যাবে আগামীকাল। স্কটল্যান্ড সুপার এইটে উঠলে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে থাকা আয়ারল্যান্ডের সুযোগ মিলবে পরের বিশ্বকাপে সরাসরি খেলার। যদি স্কটল্যান্ড ওঠে, তাহলে আইরিশদের বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে। ২০২৪-এর ৩০ জুন পর্যন্ত র্যাঙ্কিংয়ের হিসাব করা হবে এখানে।
১২ দল সরাসরি নিশ্চিত করলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ—এই তিন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসবে দুটি করে দল। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে, যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব চলছে ইতালিতে।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪৩ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে