ক্রীড়া ডেস্ক
এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট যেন রান উৎসবে পরিণত হয়েছে। মিরপুরের চিরচেনা রহস্যময় উইকেটে মনের সুখ মিটিয়ে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং অর্ডারে বাংলাদেশের স্বীকৃত প্রথম সাত ব্যাটারের প্রত্যেকেই রান পেয়েছেন। মিরপুরে এই টেস্টে রানের বন্যা ছুটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন জোড়া সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন মুমিনুল হক ও ফিফটি পেয়েছেন জাকির হাসান, লিটন দাস। মিরপুরকে চাইলে এখন ‘রানপুর’ বলতে পারবেন যে-কেউই। দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম তিনদিনে বাংলাদেশের যত ব্যাটিং রেকর্ড।
বাংলাদেশের ব্যাটিং রেকর্ড:
দুই ইনিংসে সেঞ্চুরি: দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে এই কীর্তি গড়েন মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেন মুমিনুল।
বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি: টেস্টে ১২ সেঞ্চুরি করেছেন মুমিনুল। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে যা সর্বোচ্চ সেঞ্চুরি। ১০ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
সর্বোচ্চ বাউন্ডারি: দুই ইনিংস মিলিয়ে ৩৮ বাউন্ডারি মেরেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড নিজের করে নিলেন শান্ত।
তৃতীয় ইনিংসে সর্বোচ্চ রানরেট: টেস্টের তৃতীয় ইনিংসে সর্বোচ্চ রানরেট এখন বাংলাদেশের। নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করেছে ৫.৩১ রানরেটে।
বাংলাদেশের রেকর্ড লক্ষ্য: আফগানদেরকে ৬৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। টেস্টের বড় পাঁচ লক্ষ্যের মধ্যেও বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্য জায়গা করে নিয়েছে।
টেস্টে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য:
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৬২ আফগানিস্তান মিরপুর ২০২৩
৪৭৭ জিম্বাবুয়ে হারারে ২০২১
৪৪৯ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
৪৪৩ জিম্বাবুয়ে মিরপুর ২০১৮
৪০১ জিম্বাবুয়ে হারারে ২০১৩
টেস্টে সর্বোচ্চ পাঁচ লক্ষ্য:
দল লক্ষ্য প্রতিপক্ষ ভেন্যু সাল
ইংল্যান্ড ৮৩৬ ওয়েন্ট ইন্ডিজ কিংস্টন ১৯৩০
অস্ট্রেলিয়া ৭৩৫ ওয়েস্ট ইন্ডিজ সিডনি ১৯৬৯
দক্ষিণ আফ্রিকা ৬৯৬ ইংল্যান্ড ডারবান ১৯৩৯
বাংলাদেশ ৬৬২ আফগানিস্তান মিরপুর ২০২৩
অস্ট্রেলিয়া ৬৪৮ ইংল্যান্ড ব্রিসবেন ২০০৬
এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট যেন রান উৎসবে পরিণত হয়েছে। মিরপুরের চিরচেনা রহস্যময় উইকেটে মনের সুখ মিটিয়ে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং অর্ডারে বাংলাদেশের স্বীকৃত প্রথম সাত ব্যাটারের প্রত্যেকেই রান পেয়েছেন। মিরপুরে এই টেস্টে রানের বন্যা ছুটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন জোড়া সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন মুমিনুল হক ও ফিফটি পেয়েছেন জাকির হাসান, লিটন দাস। মিরপুরকে চাইলে এখন ‘রানপুর’ বলতে পারবেন যে-কেউই। দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম তিনদিনে বাংলাদেশের যত ব্যাটিং রেকর্ড।
বাংলাদেশের ব্যাটিং রেকর্ড:
দুই ইনিংসে সেঞ্চুরি: দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে এই কীর্তি গড়েন মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করেন মুমিনুল।
বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি: টেস্টে ১২ সেঞ্চুরি করেছেন মুমিনুল। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে যা সর্বোচ্চ সেঞ্চুরি। ১০ সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
সর্বোচ্চ বাউন্ডারি: দুই ইনিংস মিলিয়ে ৩৮ বাউন্ডারি মেরেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড নিজের করে নিলেন শান্ত।
তৃতীয় ইনিংসে সর্বোচ্চ রানরেট: টেস্টের তৃতীয় ইনিংসে সর্বোচ্চ রানরেট এখন বাংলাদেশের। নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করেছে ৫.৩১ রানরেটে।
বাংলাদেশের রেকর্ড লক্ষ্য: আফগানদেরকে ৬৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। টেস্টের বড় পাঁচ লক্ষ্যের মধ্যেও বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্য জায়গা করে নিয়েছে।
টেস্টে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য:
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৬২ আফগানিস্তান মিরপুর ২০২৩
৪৭৭ জিম্বাবুয়ে হারারে ২০২১
৪৪৯ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
৪৪৩ জিম্বাবুয়ে মিরপুর ২০১৮
৪০১ জিম্বাবুয়ে হারারে ২০১৩
টেস্টে সর্বোচ্চ পাঁচ লক্ষ্য:
দল লক্ষ্য প্রতিপক্ষ ভেন্যু সাল
ইংল্যান্ড ৮৩৬ ওয়েন্ট ইন্ডিজ কিংস্টন ১৯৩০
অস্ট্রেলিয়া ৭৩৫ ওয়েস্ট ইন্ডিজ সিডনি ১৯৬৯
দক্ষিণ আফ্রিকা ৬৯৬ ইংল্যান্ড ডারবান ১৯৩৯
বাংলাদেশ ৬৬২ আফগানিস্তান মিরপুর ২০২৩
অস্ট্রেলিয়া ৬৪৮ ইংল্যান্ড ব্রিসবেন ২০০৬
বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ এক মাস আগেই। ‘বিতর্কিত’ এই কোচের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরখাস্ত করেছিল হাথুরুকে।
৩০ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বাকি মাত্র কয়েক মাস। অথচ ‘মিনি বিশ্বকাপের’ এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে থাকতে হবে দর্শক। কারণটা নিশ্চয়ই সবার জানা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের সেরা আটে না থাকতে পারায় চ্যাম্পিয়নস ট্রফির টিকিট কাটতে ব্যর্থ লঙ্কানরা।
২ ঘণ্টা আগেচলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তাঁর (পিন্টু) মৃত্যুর খবর আজ নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা।
২ ঘণ্টা আগে১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে দেশের অন্য খাতের সঙ্গে ক্রীড়াঙ্গনও ছিল বেশ আলোচিত। গত ১০০ দিনে কী কী পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে, সেগুলো দেখতেই এই আয়োজন।
৩ ঘণ্টা আগে