ক্রীড়া ডেস্ক
প্রায় ৩০ বছর ধরে নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। সেই অপেক্ষার ইতি টানার অপেক্ষায় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যাওয়া না যাওয়া নিয়ে দোলাচল চললেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইতিমধ্যে টুর্নামেন্টের প্রাথমিক খসড়া সূচি দেওয়ার পাশাপাশি তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেই তিন ভেন্যু হলো—লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। সেটি আইসিসিকে জানিয়েও দিয়েছে তারা। ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। সেবার ওভালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
এরপর মিনি বিশ্বকাপ নামে পরিচিত এই বৈশ্বিক টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয় শঙ্কা। ২০২২ সালে আইসিসি অবশ্য নতুন চক্রে (২০২৩-২৭) চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর উদ্যোগ নেই। তারই ফলশ্রুতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে আইসিসি, যেখানে অংশগ্রহণের কথা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দলের।
কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। বিসিসিআই জানায়, তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। যার কারণে পাকিস্তানও গত ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতে না যাওয়ার পাল্টা হুমকি দেয়। তবে শেষ পর্যন্ত দল পাঠায় পিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের জন্য ‘হাইব্রিড মডেলের’ও প্রস্তাব দেয়। হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে, নিরপেক্ষ ভেন্যুতে। অবশ্য এ নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই।
ভারত না গেলে চ্যাম্পিয়নস ট্রফির মাঠে গড়ানো শঙ্কায় পড়ে যেতে পারে। তবে এরই মধ্যে আইসিসিকে ভেন্যুর নাম প্রস্তাব করে প্রস্তুতি নেওয়ারও যেন ইঙ্গিত দিয়ে দিল পিসিবি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি লাহোরে এ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচের সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছে এবং তাদের সঙ্গে আমাদের বেশ ভালো একটা মিটিং হয়েছে। এখানে তারা আয়োজন দেখেছে এবং আমরা স্টেডিয়ামের আপগ্রেড পরিকল্পনা তাদের দিয়েছি। আমরা ক্রমাগত আইসিসির সংস্পর্শে আছি। আমরা নিশ্চিত করার চেষ্টার করছি যে, পাকিস্তানে আমরা খুব ভালো এক টুর্নামেন্ট আয়োজন করব।’
প্রায় ৩০ বছর ধরে নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। সেই অপেক্ষার ইতি টানার অপেক্ষায় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যাওয়া না যাওয়া নিয়ে দোলাচল চললেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইতিমধ্যে টুর্নামেন্টের প্রাথমিক খসড়া সূচি দেওয়ার পাশাপাশি তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেই তিন ভেন্যু হলো—লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। সেটি আইসিসিকে জানিয়েও দিয়েছে তারা। ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। সেবার ওভালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
এরপর মিনি বিশ্বকাপ নামে পরিচিত এই বৈশ্বিক টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয় শঙ্কা। ২০২২ সালে আইসিসি অবশ্য নতুন চক্রে (২০২৩-২৭) চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর উদ্যোগ নেই। তারই ফলশ্রুতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে আইসিসি, যেখানে অংশগ্রহণের কথা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দলের।
কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। বিসিসিআই জানায়, তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। যার কারণে পাকিস্তানও গত ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতে না যাওয়ার পাল্টা হুমকি দেয়। তবে শেষ পর্যন্ত দল পাঠায় পিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের জন্য ‘হাইব্রিড মডেলের’ও প্রস্তাব দেয়। হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে, নিরপেক্ষ ভেন্যুতে। অবশ্য এ নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই।
ভারত না গেলে চ্যাম্পিয়নস ট্রফির মাঠে গড়ানো শঙ্কায় পড়ে যেতে পারে। তবে এরই মধ্যে আইসিসিকে ভেন্যুর নাম প্রস্তাব করে প্রস্তুতি নেওয়ারও যেন ইঙ্গিত দিয়ে দিল পিসিবি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি লাহোরে এ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচের সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছে এবং তাদের সঙ্গে আমাদের বেশ ভালো একটা মিটিং হয়েছে। এখানে তারা আয়োজন দেখেছে এবং আমরা স্টেডিয়ামের আপগ্রেড পরিকল্পনা তাদের দিয়েছি। আমরা ক্রমাগত আইসিসির সংস্পর্শে আছি। আমরা নিশ্চিত করার চেষ্টার করছি যে, পাকিস্তানে আমরা খুব ভালো এক টুর্নামেন্ট আয়োজন করব।’
খেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১৭ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
১ ঘণ্টা আগেসিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে