ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মারুফ মৃধা। ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টে চার বোলারের সঙ্গে যৌথভাবে উইকেটশিকারির তালিকায় তিনে ছিলেন বাঁহাতি পেসার।
সেই ছন্দটাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টেনে এনেছেন মারুফ। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি। তবে ৮৪ রানে হেরে যাওয়ায় তাঁর দুর্দান্ত বোলিং বাংলাদেশের কাছে আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর বোলিং পারফরম্যান্স কাছে এসেছে। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। দল জয়ে ফিরলেও প্রথম ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় আজ দুঃসংবাদ পেয়েছেন তিনি।
উইকেট পেয়ে আপত্তিকর উদ্যাপন করায় মারুফকে শাস্তি দিয়েছে আইসিসি। আচরণবিধির ১ ধারা ভঙ্গ করায় এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাঁহাতি পেসার। আইসিসির অনুচ্ছেদ ২.৫ তে বলা হয়েছে, কোনো ক্রিকেটার প্রতিপক্ষের খেলোয়াড় বা ম্যাচ অফিশিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক অঙ্গভঙ্গি করতে পারবে না।
ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪৪ তম ওভারে। ভারতীয় ব্যাটার আরেভেলি অবিনাশকে আউট করার পর আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে দুইবার ব্যাটারকে ড্রেসিংরুমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মারুফ। সেই ঘটনার প্রেক্ষিতেই ম্যাচ শেষে বাংলাদেশি পেসারের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি শহীদ ওয়াদভেলা। মারুফ শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না আর।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মারুফ মৃধা। ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টে চার বোলারের সঙ্গে যৌথভাবে উইকেটশিকারির তালিকায় তিনে ছিলেন বাঁহাতি পেসার।
সেই ছন্দটাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টেনে এনেছেন মারুফ। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নেন তিনি। তবে ৮৪ রানে হেরে যাওয়ায় তাঁর দুর্দান্ত বোলিং বাংলাদেশের কাছে আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর বোলিং পারফরম্যান্স কাছে এসেছে। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। দল জয়ে ফিরলেও প্রথম ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় আজ দুঃসংবাদ পেয়েছেন তিনি।
উইকেট পেয়ে আপত্তিকর উদ্যাপন করায় মারুফকে শাস্তি দিয়েছে আইসিসি। আচরণবিধির ১ ধারা ভঙ্গ করায় এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাঁহাতি পেসার। আইসিসির অনুচ্ছেদ ২.৫ তে বলা হয়েছে, কোনো ক্রিকেটার প্রতিপক্ষের খেলোয়াড় বা ম্যাচ অফিশিয়ালের প্রতি বাজে ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক অঙ্গভঙ্গি করতে পারবে না।
ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪৪ তম ওভারে। ভারতীয় ব্যাটার আরেভেলি অবিনাশকে আউট করার পর আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে দুইবার ব্যাটারকে ড্রেসিংরুমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন মারুফ। সেই ঘটনার প্রেক্ষিতেই ম্যাচ শেষে বাংলাদেশি পেসারের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন ম্যাচ রেফারি শহীদ ওয়াদভেলা। মারুফ শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়ছে না আর।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১৯ মিনিট আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে