ক্রীড়া ডেস্ক
গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ক্রিকেট সমর্থক এবং বিশেষজ্ঞদের অনেকেই আফ্রিদির চোটকে পাকিস্তানের পরাজয়ের কারণ বলে মনে করছেন। তবে সুনীল গাভাস্কার এই ধারণার সঙ্গে মোটেই একমত নন। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির মতে, ফাইনালটা ইংল্যান্ডই জিতত।
ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৩ তম ওভারের ঘটনা। এই ওভারের তৃতীয় বলে শাদাব খানকে তুলে মেরেছিলেন হ্যারি ব্রুক। লং অফে ক্যাচ ধরেছিলেন শাহিন। তখনই চোটে পড়লেও পরে ১৬ তম ওভার বোলিং করতে এসেছিলেন শাহিন। প্রথম বল ডট দেওয়ার পর চোট বেশি হওয়ায় মাঠ ছেড়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। ফাইনালে তাঁর বোলিং ফিগার ছিল: ২.১-০-১৩-১।
চোটে পড়ায় বোলিং কোটার ১১ বল কম করেছিলেন শাহিন। গাভাস্কারের মতে, শাহিন পুরো চার ওভার বোলিং করলেও ইংল্যান্ডই ম্যাচটা জিতত। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আমার মনে হয় না, এই দশটা বল শাহিন আফ্রিদি করলে ম্যাচের পার্থক্য গড়ে দিত। হয়তোবা পাকিস্তান আরও একটা উইকেট পেত, তবে ম্যাচটা ইংল্যান্ডই জিতত।’
শচীন টেন্ডুলকারের মতে, শাহিন চোটে না পড়লে ম্যাচটা আরও জমত। টেন্ডুলকারের টুইট, ‘আফ্রিদি চোটে না পড়লে ম্যাচটা আরও মজাদার হতো।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন। ৭ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। পাওয়ারপ্লেতে উইকেট নিয়ে টুর্নামেন্টে টপ অর্ডার ব্যাটারদের আতঙ্কে পরিণত হয়েছিলেন এই পেসার। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ক্রিকেট সমর্থক এবং বিশেষজ্ঞদের অনেকেই আফ্রিদির চোটকে পাকিস্তানের পরাজয়ের কারণ বলে মনে করছেন। তবে সুনীল গাভাস্কার এই ধারণার সঙ্গে মোটেই একমত নন। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির মতে, ফাইনালটা ইংল্যান্ডই জিতত।
ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৩ তম ওভারের ঘটনা। এই ওভারের তৃতীয় বলে শাদাব খানকে তুলে মেরেছিলেন হ্যারি ব্রুক। লং অফে ক্যাচ ধরেছিলেন শাহিন। তখনই চোটে পড়লেও পরে ১৬ তম ওভার বোলিং করতে এসেছিলেন শাহিন। প্রথম বল ডট দেওয়ার পর চোট বেশি হওয়ায় মাঠ ছেড়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। ফাইনালে তাঁর বোলিং ফিগার ছিল: ২.১-০-১৩-১।
চোটে পড়ায় বোলিং কোটার ১১ বল কম করেছিলেন শাহিন। গাভাস্কারের মতে, শাহিন পুরো চার ওভার বোলিং করলেও ইংল্যান্ডই ম্যাচটা জিতত। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আমার মনে হয় না, এই দশটা বল শাহিন আফ্রিদি করলে ম্যাচের পার্থক্য গড়ে দিত। হয়তোবা পাকিস্তান আরও একটা উইকেট পেত, তবে ম্যাচটা ইংল্যান্ডই জিতত।’
শচীন টেন্ডুলকারের মতে, শাহিন চোটে না পড়লে ম্যাচটা আরও জমত। টেন্ডুলকারের টুইট, ‘আফ্রিদি চোটে না পড়লে ম্যাচটা আরও মজাদার হতো।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন। ৭ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। পাওয়ারপ্লেতে উইকেট নিয়ে টুর্নামেন্টে টপ অর্ডার ব্যাটারদের আতঙ্কে পরিণত হয়েছিলেন এই পেসার। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৫ ঘণ্টা আগে