নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আইরিশরা। এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। সেখানে দল হিসেবে বাংলাদেশের টেস্ট খেলার সংখ্যা ১৩৬টি।
টেস্টে নিজেরা র্যাঙ্কিংয়ের নিচে হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওপরের সারির দলগুলোর সঙ্গে খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে ব্যতিক্রম বলা যায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি মনোযোগ থাকে। মনোযোগটা বেশি থাকে এ জন্য...হার-জিতের চিন্তা তো আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে থাকেই। দিনশেষে ভালো করার যে উদ্যোগ এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে ১০০ করলে রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ তা-ই থাকবে। খাতা কিন্তু বদলাবে না। অমুক দল, এ রকম বলা হবে না।
এ ক্ষেত্রে অনুভূতির ব্যাপারটাও একই বলে মনে করেন মিরাজ। তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললেও একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে ফলাফল কী হবে, না হবে। এটা পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। হারলে কী হবে বা না হবে, তা নিয়ে আমরা কখনো চিন্তিত না। আমরা চেষ্টা করি সব সময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করব এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।’
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আইরিশরা। এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। সেখানে দল হিসেবে বাংলাদেশের টেস্ট খেলার সংখ্যা ১৩৬টি।
টেস্টে নিজেরা র্যাঙ্কিংয়ের নিচে হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওপরের সারির দলগুলোর সঙ্গে খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে ব্যতিক্রম বলা যায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি মনোযোগ থাকে। মনোযোগটা বেশি থাকে এ জন্য...হার-জিতের চিন্তা তো আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে থাকেই। দিনশেষে ভালো করার যে উদ্যোগ এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে ১০০ করলে রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ তা-ই থাকবে। খাতা কিন্তু বদলাবে না। অমুক দল, এ রকম বলা হবে না।
এ ক্ষেত্রে অনুভূতির ব্যাপারটাও একই বলে মনে করেন মিরাজ। তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললেও একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে ফলাফল কী হবে, না হবে। এটা পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। হারলে কী হবে বা না হবে, তা নিয়ে আমরা কখনো চিন্তিত না। আমরা চেষ্টা করি সব সময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করব এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।’
দ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগে