ক্রীড়া ডেস্ক
দুজনেই দুই ভুবনের বাসিন্দা। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। আর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার তো বটে, বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের একজন। হঠাৎ যদি তাঁরা নিজেদের ভূমিকা পাল্টে ফেলেন, যে কেউ একটু অবাক হবেন বৈকি।
মজাচ্ছলে সেটিই করলেন জোকোভিচ ও স্মিথ। ১৪ জানুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে শীর্ষ বাছাই জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতকাল মেলবোর্নের রড লেভার অ্যারেনাকে ক্রিকেট পিচ বানিয়ে দাঁড়ালেন ব্যাট হাতে।
ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জোকোভিচ প্রথম বল ব্যাটেই লাগাতে পারেননি। তবে দ্বিতীয় বলেই ব্যাট ফেলে দিয়ে র্যাকেট দিয়ে ‘ছক্কা’ হাঁকান। সেটি দেখে নিজে তো হেসেছেন, হাসিয়েছেন উপস্থিত দর্শকদেরও। ভক্ত-সমর্থকদের কাছে নামটি যে তাঁর ‘জোকার’, সেটি যেন আরেকবার মনে করিয়ে দিলেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান।
অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে ‘এ নাইট উইথ নোভাক অ্যান্ড ফ্রেন্ডস’ নামে এক ইভেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানেই এমন হাস্যোজ্জ্বল মুখে সবাইকে বিনোদন দিয়েছেন ২৫ গ্র্যান্ড স্লামের দিকে চোখ রাখা জোকোভিচ। একই ইভেন্টে র্যাকেট হাতে দেখা যায় বিশ্বকাপজয়ী অজি ব্যাটার স্মিথকে।
এই ইভেন্টে শুধু ক্রিকেটই খেলেননি জোকোভিচ। সেন্টার কোর্টে আমেরিকান পেশাদারি বাস্কেটবল তারকা অ্যালান উইলিয়ামসের সঙ্গে বাস্কেটবলও খেলেছেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্প্রিন্টার পিটার বল। পরে স্মিথের সঙ্গে জোকোভিচ খেলেছেন টেনিস।
আজ রাতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। শীর্ষ বাছাই জোকোভিচ প্রথম রাউন্ডে পেতে পারেন কোয়ালিফায়ারের কাউকে। আর তৃতীয় রাউন্ডে পেতে পারেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক অ্যান্ডি মারেকে। রেকর্ড ১০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকোভিচ।
দুজনেই দুই ভুবনের বাসিন্দা। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। আর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার তো বটে, বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের একজন। হঠাৎ যদি তাঁরা নিজেদের ভূমিকা পাল্টে ফেলেন, যে কেউ একটু অবাক হবেন বৈকি।
মজাচ্ছলে সেটিই করলেন জোকোভিচ ও স্মিথ। ১৪ জানুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে শীর্ষ বাছাই জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতকাল মেলবোর্নের রড লেভার অ্যারেনাকে ক্রিকেট পিচ বানিয়ে দাঁড়ালেন ব্যাট হাতে।
ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জোকোভিচ প্রথম বল ব্যাটেই লাগাতে পারেননি। তবে দ্বিতীয় বলেই ব্যাট ফেলে দিয়ে র্যাকেট দিয়ে ‘ছক্কা’ হাঁকান। সেটি দেখে নিজে তো হেসেছেন, হাসিয়েছেন উপস্থিত দর্শকদেরও। ভক্ত-সমর্থকদের কাছে নামটি যে তাঁর ‘জোকার’, সেটি যেন আরেকবার মনে করিয়ে দিলেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান।
অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে ‘এ নাইট উইথ নোভাক অ্যান্ড ফ্রেন্ডস’ নামে এক ইভেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানেই এমন হাস্যোজ্জ্বল মুখে সবাইকে বিনোদন দিয়েছেন ২৫ গ্র্যান্ড স্লামের দিকে চোখ রাখা জোকোভিচ। একই ইভেন্টে র্যাকেট হাতে দেখা যায় বিশ্বকাপজয়ী অজি ব্যাটার স্মিথকে।
এই ইভেন্টে শুধু ক্রিকেটই খেলেননি জোকোভিচ। সেন্টার কোর্টে আমেরিকান পেশাদারি বাস্কেটবল তারকা অ্যালান উইলিয়ামসের সঙ্গে বাস্কেটবলও খেলেছেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্প্রিন্টার পিটার বল। পরে স্মিথের সঙ্গে জোকোভিচ খেলেছেন টেনিস।
আজ রাতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। শীর্ষ বাছাই জোকোভিচ প্রথম রাউন্ডে পেতে পারেন কোয়ালিফায়ারের কাউকে। আর তৃতীয় রাউন্ডে পেতে পারেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক অ্যান্ডি মারেকে। রেকর্ড ১০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকোভিচ।
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৮ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে