ক্রীড়া ডেস্ক
সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৪ ঘণ্টা আগে