ক্রীড়া ডেস্ক
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন রোজারিওর দুই সন্তান লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। এর জন্য আর্জেন্টাইনরা ভালোবাসায় সিক্ত করেছেন দুজনকে। তবে দেশকে গর্ব করার মতো উপলক্ষ এনে দেওয়ার পরও হত্যার হুমকি পেলেন মেসি ও দি মারিয়া।
গত বছর অজ্ঞাত বন্দুকধারীরা মেসির স্ত্রী আন্তেনেলা রোকুজ্জোর পরিবারকে তাদের সুপারমার্কেটে আক্রমণ করেছিল। হুমকি দিয়েছিল মেসিকে হত্যার। এবার একই হুমকি পেলেন দি মারিয়া। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার ভোরে রোজারিওতে হত্যার হুমকি পেয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার এই উত্তরাঞ্চলীয় শহরটির বেশ বদনাম আছে।
নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন দি মারিয়া। পরে চলে যান বেনফিকায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্তাস ঘুরে আবারও যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাবটিতে। তবে ৩৬ বছর বয়সী তারকা ক্যারিয়ার শেষ করতে চান শৈশবের ক্লাবে। আর এমন ইচ্ছে প্রকাশের এক সপ্তাহ পরেই পেলেন মৃত্যুর হুমকি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িতে এসে কিছু লোক আবাসিক এলাকায় অবস্থিত দি মারিয়ার বাড়ির সামনে একটি চিহ্ন রেখে গেছে। আর্জেন্টাইন তারকা দেশে ফিরলে মূলত এখানেই থাকেন। হুমকিদাতাদের রেখে যাওয়া কাগজে দি মারিয়ার পরিবারকে সম্বোধন করে লেখা, ‘আপনার পরিবার আনহেলকে বলবেন, রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন রোজারিওর দুই সন্তান লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। এর জন্য আর্জেন্টাইনরা ভালোবাসায় সিক্ত করেছেন দুজনকে। তবে দেশকে গর্ব করার মতো উপলক্ষ এনে দেওয়ার পরও হত্যার হুমকি পেলেন মেসি ও দি মারিয়া।
গত বছর অজ্ঞাত বন্দুকধারীরা মেসির স্ত্রী আন্তেনেলা রোকুজ্জোর পরিবারকে তাদের সুপারমার্কেটে আক্রমণ করেছিল। হুমকি দিয়েছিল মেসিকে হত্যার। এবার একই হুমকি পেলেন দি মারিয়া। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার ভোরে রোজারিওতে হত্যার হুমকি পেয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার এই উত্তরাঞ্চলীয় শহরটির বেশ বদনাম আছে।
নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন দি মারিয়া। পরে চলে যান বেনফিকায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্তাস ঘুরে আবারও যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাবটিতে। তবে ৩৬ বছর বয়সী তারকা ক্যারিয়ার শেষ করতে চান শৈশবের ক্লাবে। আর এমন ইচ্ছে প্রকাশের এক সপ্তাহ পরেই পেলেন মৃত্যুর হুমকি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িতে এসে কিছু লোক আবাসিক এলাকায় অবস্থিত দি মারিয়ার বাড়ির সামনে একটি চিহ্ন রেখে গেছে। আর্জেন্টাইন তারকা দেশে ফিরলে মূলত এখানেই থাকেন। হুমকিদাতাদের রেখে যাওয়া কাগজে দি মারিয়ার পরিবারকে সম্বোধন করে লেখা, ‘আপনার পরিবার আনহেলকে বলবেন, রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’
বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২৬ মিনিট আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
১ ঘণ্টা আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
২ ঘণ্টা আগে