অনলাইন ডেস্ক
জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।
জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়।
এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে।
রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়।
ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়।
বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।
জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।
জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়।
এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে।
রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়।
ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়।
বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে