অনলাইন ডেস্ক
মঙ্গল গ্রহে অদ্ভুত আকৃতির শিলার সন্ধান পেয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। মার্স রোভার কিউরিওসিটির (গাড়ি আকৃতির যন্ত্র) মাধ্যমে তাঁরা দেখেছেন, শিলাটির গঠন বাঁকানো টাওয়ারের মতো।
এদিকে ভিনগ্রহে বুদ্ধিমত্তার সন্ধান করে এমন একটি সংস্থা এসইটিআই গত মাসে টুইটারে মঙ্গলে পাথর গঠনের একটি ছবি পোস্ট করেছে। ছবিটি মার্স রোভারের ক্যামেরা দিয়ে তোলার পর পৃথিবীতে পাঠানো হয়েছে। ছবিটি নিয়ে মহাকাশ পর্যবেক্ষকেরা কৌতুহলী হয়ে উঠেছেন। তবে এসইটিআই এটিকে ভিনগ্রহের প্রাণী নয় বলে জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ছবিতে আরেকটি শীতল শিলা দেখা গেছে। সেটি সিমেন্টযুক্ত শিলার মতো এবং কোথাও কোথাও ক্ষয়ে গেছে বলে মনে হয়েছে। পৃথিবীতে বৃষ্টি, পানি, বরফ ও বাতাসের কারণে শিলা ক্ষয়ে যায়। তবে মঙ্গলে প্রবাহিত পানির অভাব রয়েছে, যদিও অনেক বাতাস রয়েছে সেখানে।
মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, এ বছরের শুরুর দিকে নাসা ফুলের মতো দেখতে একটি শিলার ছবি প্রকাশ করেছিল। গত ৯ মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলাটি এক পয়সার চেয়েও ছোট।
মঙ্গলের ছবিগুলো প্রায়ই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ বছরের শুরুর দিকে নাসা আরও একটি পাথুরে ছবি প্রকাশ করেছিল। সেটি দেখতে অনেকটা প্রবেশদ্বারের মতো ছিল। ছবিটিকে অনেকেই ‘এলিয়েন ফিগার’ মনে করেছিলেন।
মঙ্গল গ্রহে অদ্ভুত আকৃতির শিলার সন্ধান পেয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। মার্স রোভার কিউরিওসিটির (গাড়ি আকৃতির যন্ত্র) মাধ্যমে তাঁরা দেখেছেন, শিলাটির গঠন বাঁকানো টাওয়ারের মতো।
এদিকে ভিনগ্রহে বুদ্ধিমত্তার সন্ধান করে এমন একটি সংস্থা এসইটিআই গত মাসে টুইটারে মঙ্গলে পাথর গঠনের একটি ছবি পোস্ট করেছে। ছবিটি মার্স রোভারের ক্যামেরা দিয়ে তোলার পর পৃথিবীতে পাঠানো হয়েছে। ছবিটি নিয়ে মহাকাশ পর্যবেক্ষকেরা কৌতুহলী হয়ে উঠেছেন। তবে এসইটিআই এটিকে ভিনগ্রহের প্রাণী নয় বলে জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ছবিতে আরেকটি শীতল শিলা দেখা গেছে। সেটি সিমেন্টযুক্ত শিলার মতো এবং কোথাও কোথাও ক্ষয়ে গেছে বলে মনে হয়েছে। পৃথিবীতে বৃষ্টি, পানি, বরফ ও বাতাসের কারণে শিলা ক্ষয়ে যায়। তবে মঙ্গলে প্রবাহিত পানির অভাব রয়েছে, যদিও অনেক বাতাস রয়েছে সেখানে।
মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, এ বছরের শুরুর দিকে নাসা ফুলের মতো দেখতে একটি শিলার ছবি প্রকাশ করেছিল। গত ৯ মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলাটি এক পয়সার চেয়েও ছোট।
মঙ্গলের ছবিগুলো প্রায়ই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ বছরের শুরুর দিকে নাসা আরও একটি পাথুরে ছবি প্রকাশ করেছিল। সেটি দেখতে অনেকটা প্রবেশদ্বারের মতো ছিল। ছবিটিকে অনেকেই ‘এলিয়েন ফিগার’ মনে করেছিলেন।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৩ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৩ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৪ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৬ দিন আগে