মো. শাহাবুদ্দিন মাহতাব
কয়েক ঘণ্টা অপেক্ষার পরেও রিকশা না পেয়ে হতভম্ব রতন মিয়া। বললেন, ‘শুধু মানুষ আর মানুষ। রিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। আগের ২০ টাকার ভাড়া এখন নিতাছে ৫০ টাকা। ৩০ টাকা বাস ভাড়ার দূরত্বে রিকশায় চাইতাছে ৫০০ টাকা। এ তো মানুষের পকেট কাটার রাস্তা। এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? দেশে এত আইন হচ্ছে, রিকশাভাড়া নিয়ে কি সরকারের কোনো মাথাব্যথা নেই?'
‘কঠোর লকডাউনে’ গণপরিবহন বন্ধ। এই সুযোগে সড়কে দাপট দেখাচ্ছে রিকশা। রিকশাই সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে। ভাড়াও গুনতে হচ্ছে বেশি।
আজ রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায় জরুরি কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে রিকশা পাননি। উপায়ান্তর না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন।
কয়েক ঘণ্টা অপেক্ষার পরেও রিকশা না পেয়ে হতভম্ব রতন মিয়া। বললেন, ‘শুধু মানুষ আর মানুষ। রিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। আগের ২০ টাকার ভাড়া এখন নিতাছে ৫০ টাকা। ৩০ টাকা বাস ভাড়ার দূরত্বে রিকশায় চাইতাছে ৫০০ টাকা। এ তো মানুষের পকেট কাটার রাস্তা। এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? দেশে এত আইন হচ্ছে, রিকশাভাড়া নিয়ে কি সরকারের কোনো মাথাব্যথা নেই?'
‘কঠোর লকডাউনে’ গণপরিবহন বন্ধ। এই সুযোগে সড়কে দাপট দেখাচ্ছে রিকশা। রিকশাই সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে। ভাড়াও গুনতে হচ্ছে বেশি।
আজ রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দেখা যায় জরুরি কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে রিকশা পাননি। উপায়ান্তর না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন।
ভোরের আলো ফোটার আগেই রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমজীবীদের হাটে জড়ো হন শত শত শ্রমজীবী মানুষ। বিভিন্ন বয়সের পুরুষ ও নারী শ্রমিকেরা এই হাটে প্রতিদিন ভিড় করেন একটু কাজ পাওয়ার আশায়। তবে দিন যত যাচ্ছে, তাঁদের জীবনের লড়াই ততই কঠিন হয়ে উঠছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাঁদের জীবনকে দুর্বিষ
২১ দিন আগেফেলুদার দার্জিলিং জমজমাট বইয়ে প্রথম পরিচয় দার্জিলিংয়ের সঙ্গে। তারপর অঞ্জন দত্তের গানসহ আরও নানাভাবে হিল স্টেশনটির প্রতি এক ভালোবাসা তৈরি হয়। তাই প্রথমবার ভারত সফরে ওটি, শিমলা, মসুরির মতো লোভনীয় হিল স্টেশনগুলোকে বাদ দিয়ে দার্জিলিংকেই বেছে নেই। অবশ্য আজকের গল্প পুরো দার্জিলিং ভ্রমণের নয়, বরং তখন পরিচয়
২৩ দিন আগেকথায় আছে না—‘ঘরপোড়া গরু, সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’! আমার হইছে এই অবস্থা। বাড়িতে এখন বাড়িআলী, বয়স্ক বাপ-মা আর ছোট মেয়ে। সকাল থেকে চার-পাঁচবার কতা বলিচি। সংসার গোচাচ্ছে। আইজকা সন্ধ্যার দিকে ঝড় আসপি শুনতিছি। চিন্তায় রাতে ভালো ঘুমাতে পারিনি...
২৬ মে ২০২৪প্রতিদিন ভোরে ট্রেনের হুইসেলে ঘুম ভাঙে রাকিব হাসানের। একটু একটু করে গড়ে ওঠা রেলপথ নির্মাণকাজ তাঁর চোখে দেখা। এরপর রেলপথে ট্রেন ছুটে চলা, ট্রেন ছুঁয়ে দেখা—সবই হলো; কিন্তু এখনো হয়নি চড়া। রাকিবের মুখে তাই ভারতীয় সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার বিখ্যাত গান। ‘আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে
১১ ফেব্রুয়ারি ২০২৪