নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণ-অভ্যুত্থানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দুঃশাসনের মধু খাওয়ার জন্য হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়ারা এই কর্তৃত্ববাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এই সরকারের অংশীদার হয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের নাটবল্টু হব না। আমরা বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলব।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘১ বিলিয়ন ডলার সিঙ্গাপুরে পাচার করেছে এস আলম গ্রুপ। এত অল্প সময়ে, এত টাকা এস আলম গ্রুপের পক্ষে আসলে কি আয় করা সম্ভব! এ ঘটনা তদন্ত করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। কেন তদন্ত করতে দুই মাস দরকার? এই দুই মাসে কি তাহলে কাগজপত্র তৈরি করা হবে যে, ওটা পাচার ছিল না বরং বৈধ ছিল? আসলে এই সরকার লুটেরাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এস আলম গ্রুপ এই সরকারের মানিব্যাগ।’
তিনি আরও বলেন, ‘এখন আমেরিকার দুর্নীতিবিরোধী প্রধান বাংলাদেশ সফর করছেন। এই সরকারের টাকা পাচারের কাহিনি ইউরোপ-আমেরিকাসহ এখন বিশ্বের সবাই জানে। এত দিন যে লুটপাটের বন্যা চলেছে, এখন তা আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমেরিকা এখন বলছে, দুর্নীতি-পাচার বন্ধ করুন, বিরোধীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করুন।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ‘রাষ্ট্র সংস্কারের দাবিকে আমরা জাতীয় দাবিতে পরিণত করতে পেরেছি। বিশ্বের দু-তিনটি দেশ বাদে অধিকাংশ দেশ এই সরকারকে কর্তৃত্ববাদী সরকার মনে করে। এই সরকার তো বয়ান তৈরি করেছে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন ভালো। তো সেই উন্নয়ন এখন আমরা চট্টগ্রামের জলাবদ্ধতায় দেখতে পারছি। খালেদা জিয়া, তারেক-জোবাইদার মামলার রায় হতে সময় লাগে না। কিন্তু সাংবাদিক সাগর-রুনির মামলার তদন্ত প্রতিবেদন ১০২ বার পিছিয়েছে পুলিশ।’
এ অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘আন্দোলন করলেই বলা হয় ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে কথা বললেই ষড়যন্ত্র। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এর জন্য আগে ক্ষমতা থেকে এই সরকারকে হটাতে হবে। জনগণের হাতে ক্ষমতা আসলে ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ভোটাধিকার, সংবিধান সংশোধনের যে উদ্যোগ, এটাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আমাদের জিততে হবে।’
গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা সবাই একটা আন্দোলনের মধ্যে আছি। এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হলে গণজাগরণ ঘটাতে হবে। নইলে এই আন্দোলন সফল হবে না। সংবিধানের ক্ষমতাকাঠামো বদলাতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন গণবিরোধী—এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। যেই আমেরিকা স্যাংশনের কথা বলেছে, অমনি তড়িঘড়ি করে সংশোধন করে নতুন নাম দিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আইনমন্ত্রী ভেবেছেন সবাই বোকা। তিনি ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। এ ধরনের আইনই তো অবৈধ। এটা পুরোপুরি বাতিল করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যরা।
বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণ-অভ্যুত্থানের পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দুঃশাসনের মধু খাওয়ার জন্য হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দিলীপ বড়ুয়ারা এই কর্তৃত্ববাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এই সরকারের অংশীদার হয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের নাটবল্টু হব না। আমরা বাংলাদেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলব।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘১ বিলিয়ন ডলার সিঙ্গাপুরে পাচার করেছে এস আলম গ্রুপ। এত অল্প সময়ে, এত টাকা এস আলম গ্রুপের পক্ষে আসলে কি আয় করা সম্ভব! এ ঘটনা তদন্ত করার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। কেন তদন্ত করতে দুই মাস দরকার? এই দুই মাসে কি তাহলে কাগজপত্র তৈরি করা হবে যে, ওটা পাচার ছিল না বরং বৈধ ছিল? আসলে এই সরকার লুটেরাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এস আলম গ্রুপ এই সরকারের মানিব্যাগ।’
তিনি আরও বলেন, ‘এখন আমেরিকার দুর্নীতিবিরোধী প্রধান বাংলাদেশ সফর করছেন। এই সরকারের টাকা পাচারের কাহিনি ইউরোপ-আমেরিকাসহ এখন বিশ্বের সবাই জানে। এত দিন যে লুটপাটের বন্যা চলেছে, এখন তা আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমেরিকা এখন বলছে, দুর্নীতি-পাচার বন্ধ করুন, বিরোধীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করুন।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ‘রাষ্ট্র সংস্কারের দাবিকে আমরা জাতীয় দাবিতে পরিণত করতে পেরেছি। বিশ্বের দু-তিনটি দেশ বাদে অধিকাংশ দেশ এই সরকারকে কর্তৃত্ববাদী সরকার মনে করে। এই সরকার তো বয়ান তৈরি করেছে গণতন্ত্রের চেয়ে উন্নয়ন ভালো। তো সেই উন্নয়ন এখন আমরা চট্টগ্রামের জলাবদ্ধতায় দেখতে পারছি। খালেদা জিয়া, তারেক-জোবাইদার মামলার রায় হতে সময় লাগে না। কিন্তু সাংবাদিক সাগর-রুনির মামলার তদন্ত প্রতিবেদন ১০২ বার পিছিয়েছে পুলিশ।’
এ অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘আন্দোলন করলেই বলা হয় ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে কথা বললেই ষড়যন্ত্র। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এর জন্য আগে ক্ষমতা থেকে এই সরকারকে হটাতে হবে। জনগণের হাতে ক্ষমতা আসলে ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ভোটাধিকার, সংবিধান সংশোধনের যে উদ্যোগ, এটাই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আমাদের জিততে হবে।’
গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমরা সবাই একটা আন্দোলনের মধ্যে আছি। এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হলে গণজাগরণ ঘটাতে হবে। নইলে এই আন্দোলন সফল হবে না। সংবিধানের ক্ষমতাকাঠামো বদলাতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন গণবিরোধী—এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। যেই আমেরিকা স্যাংশনের কথা বলেছে, অমনি তড়িঘড়ি করে সংশোধন করে নতুন নাম দিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। আইনমন্ত্রী ভেবেছেন সবাই বোকা। তিনি ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। এ ধরনের আইনই তো অবৈধ। এটা পুরোপুরি বাতিল করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন্যরা।
চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১০ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১২ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ এক ধরনের বাক্স্বাধীনতাকে খর্ব করে। এ জন্য ৭০ অনুচ্ছেদ আমরা বাতিল চাই।’
১২ ঘণ্টা আগে