নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানা জল্পনা-কল্পনা ও উৎকণ্ঠা শেষে আরামবাগের আল হেলাল পুলিশ বক্স মোড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পিকআপ ভ্যানে করে অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে।
সেখানে দায়িত্বরত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাময়িক সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে এই স্থান ত্যাগ করতে হবে।
সমাবেশের জন্য আরামবাগ এলাকার মৌখিক সম্মতি মিলেছে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অবস্থানরত নেতাকর্মীরা দাবি তুলেছে একবারের জন্য হলেও তারা শাপলা চত্বরে যাবে।
নেতা-কর্মীরা আরামবাগ মোড় এবং নটরডেম কলেজের সামনে পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেছে। এ সময় পুলিশের সাজোয়া যান রায়োট কার আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এলাকার কাছে থেকে সরিয়ে সার্কুলার রোড এলাকার দিকে এনে রাখছে।
এর আগে সকাল থেকেই আরামবাগে অবস্থান নেন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী। তাঁরা সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তাঁরা পুলিশের মুখোমুখি হন।
তখন জানা যায়, শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।
নানা জল্পনা-কল্পনা ও উৎকণ্ঠা শেষে আরামবাগের আল হেলাল পুলিশ বক্স মোড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পিকআপ ভ্যানে করে অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে।
সেখানে দায়িত্বরত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাময়িক সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে এই স্থান ত্যাগ করতে হবে।
সমাবেশের জন্য আরামবাগ এলাকার মৌখিক সম্মতি মিলেছে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অবস্থানরত নেতাকর্মীরা দাবি তুলেছে একবারের জন্য হলেও তারা শাপলা চত্বরে যাবে।
নেতা-কর্মীরা আরামবাগ মোড় এবং নটরডেম কলেজের সামনে পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেছে। এ সময় পুলিশের সাজোয়া যান রায়োট কার আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এলাকার কাছে থেকে সরিয়ে সার্কুলার রোড এলাকার দিকে এনে রাখছে।
এর আগে সকাল থেকেই আরামবাগে অবস্থান নেন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী। তাঁরা সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তাঁরা পুলিশের মুখোমুখি হন।
তখন জানা যায়, শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
২ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৪ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৮ ঘণ্টা আগে