নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন বাতিল, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে তৃতীয় দিনের মতো সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। তবে কোথাও কোথাও নিজেরা না গেলেও অপেক্ষাকৃত জুনিয়র এবং রাজনীতির সম্পৃক্ত নন এমন আইনজীবীদের সহযোগিতা নিয়েছেন নির্ধারিত মামলার ক্ষেত্রে। এদিন হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি থাকলেও যাননি সিনিয়র আইনজীবীরা। তবে ওয়ালী উদ্দিন নামে এক আইনজীবী সময় আবেদন করেন।
অন্যান্য দিনের মতো বুধবারও সুপ্রিম কোর্ট বারে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। এদিন এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে কয়েকশ আইনজীবী অবস্থান নেন। তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আদালতের বিরুদ্ধে নই। আমরা চাই বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক। আমরা এই আন্দোলনের মাধ্যমে সবাইকে স্মরণ করে দিতে চাই যে, আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়।’
এদিকে আদালত বর্জনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা আদালত যে বর্জন করেছে এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি। এর কোনো মর্মার্থ নেই।’ বুধবার আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
বুধবার সকালে কুষ্টিয়া আদালতের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নেন আইনজীবীরা। তবে আদালত বর্জনকারী আইনজীবীদের জুনিয়ররা মক্কেলদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা শামিম উল হাসান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। আগেই মক্কেলদের মুঠোফোনে আদালত বর্জনের কথা জানানো হচ্ছে।’
বগুড়া আদালতে গিয়ে দেখা যায়, মামলায় হাজিরা দিতে এসেও কাউকে ফিরে যেতে হয়নি। যদিও বিএনপির সিনিয়র আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নেননি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা মামলা নিজে পরিচালনা করছেন এমন তথ্য নেই। মক্কেলের স্বার্থে হয়ত কেউ অন্য আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে থাকতে পারেন।’
এদিকে বুধবার সুনামগঞ্জ জেলা আদালতে গিয়ে দেখা যায়, আদালত বর্জন কর্মসূচি পালন করলেও তাদের কাছে আইনি সহায়তা নিতে আসা কাউকে ফিরে যেতে হয়নি। নিজেরা বর্জন করলেও অন্য সহকর্মীদের সহযোগিতা নিচ্ছেন তারা।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীর সহকারী সঞ্জয় পাল বলেন, রাজনীতির সঙ্গে জড়িতরা আদালত বর্জন করেছেন ঠিকই। তবে তাদের পরিচিত অন্য আইনজীবীদের দিয়ে মামলার কাজ চলমান রেখেছেন। এতে বিচারপ্রার্থীদের তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্ট, ঢাকার আদালত ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, গাইবান্ধা, নওগাঁ, নেত্রকোনা, দিনাজপুর, মৌলভীবাজার, বরগুনা, রংপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতে মিছিল, লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি–জামায়াত সমর্থিত আইনজীবীরা।
নির্বাচন বাতিল, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে তৃতীয় দিনের মতো সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। তবে কোথাও কোথাও নিজেরা না গেলেও অপেক্ষাকৃত জুনিয়র এবং রাজনীতির সম্পৃক্ত নন এমন আইনজীবীদের সহযোগিতা নিয়েছেন নির্ধারিত মামলার ক্ষেত্রে। এদিন হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি থাকলেও যাননি সিনিয়র আইনজীবীরা। তবে ওয়ালী উদ্দিন নামে এক আইনজীবী সময় আবেদন করেন।
অন্যান্য দিনের মতো বুধবারও সুপ্রিম কোর্ট বারে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীরা। এদিন এক ঘণ্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে কয়েকশ আইনজীবী অবস্থান নেন। তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
আদালত বর্জন কর্মসূচিতে অংশ নিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘আমরা আদালতের বিরুদ্ধে নই। আমরা চাই বিচার বিভাগ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করুক। আমরা এই আন্দোলনের মাধ্যমে সবাইকে স্মরণ করে দিতে চাই যে, আদালত জনগণের জন্য। আদালতের জন্য জনগণ নয়।’
এদিকে আদালত বর্জনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা আদালত যে বর্জন করেছে এটা নিছক রাজনৈতিক স্ট্যান্টবাজি। এর কোনো মর্মার্থ নেই।’ বুধবার আখাউড়ায় নির্বাচনী কর্মসূচিতে রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
বুধবার সকালে কুষ্টিয়া আদালতের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নেন আইনজীবীরা। তবে আদালত বর্জনকারী আইনজীবীদের জুনিয়ররা মক্কেলদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা শামিম উল হাসান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। আগেই মক্কেলদের মুঠোফোনে আদালত বর্জনের কথা জানানো হচ্ছে।’
বগুড়া আদালতে গিয়ে দেখা যায়, মামলায় হাজিরা দিতে এসেও কাউকে ফিরে যেতে হয়নি। যদিও বিএনপির সিনিয়র আইনজীবীরা কোনো মামলার শুনানিতে অংশ নেননি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা মামলা নিজে পরিচালনা করছেন এমন তথ্য নেই। মক্কেলের স্বার্থে হয়ত কেউ অন্য আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে থাকতে পারেন।’
এদিকে বুধবার সুনামগঞ্জ জেলা আদালতে গিয়ে দেখা যায়, আদালত বর্জন কর্মসূচি পালন করলেও তাদের কাছে আইনি সহায়তা নিতে আসা কাউকে ফিরে যেতে হয়নি। নিজেরা বর্জন করলেও অন্য সহকর্মীদের সহযোগিতা নিচ্ছেন তারা।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীর সহকারী সঞ্জয় পাল বলেন, রাজনীতির সঙ্গে জড়িতরা আদালত বর্জন করেছেন ঠিকই। তবে তাদের পরিচিত অন্য আইনজীবীদের দিয়ে মামলার কাজ চলমান রেখেছেন। এতে বিচারপ্রার্থীদের তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্ট, ঢাকার আদালত ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, গাইবান্ধা, নওগাঁ, নেত্রকোনা, দিনাজপুর, মৌলভীবাজার, বরগুনা, রংপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলা আইনজীবী সমিতিতে মিছিল, লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি–জামায়াত সমর্থিত আইনজীবীরা।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
৬ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৮ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১২ ঘণ্টা আগে