নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটের আত্মপ্রকাশের কথা রয়েছে। নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোট হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।
১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এ বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’
নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটের আত্মপ্রকাশের কথা রয়েছে। নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোট হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।
১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এ বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’
নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৪ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
২০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
২০ ঘণ্টা আগে