নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরই মধ্যে সেখানে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) এবং আরও কয়েক দিন তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতে তাঁর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। খালেদা জিয়াকে ঠিক কত দিন হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান জাহিদ।
৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্ত সাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার দেখভাল করছে। খালেদা জিয়া দীর্ঘদিন আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৭ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। এদিন সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আমি বারবার করে বলেছি, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তাঁর চিকিৎসা দরকার এবং সেটা দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি পান তিনি। এর পর থেকে তিনি গুলশানের বাড়িতে আছেন।
মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরই মধ্যে সেখানে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) এবং আরও কয়েক দিন তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতে তাঁর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। খালেদা জিয়াকে ঠিক কত দিন হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান জাহিদ।
৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্ত সাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার দেখভাল করছে। খালেদা জিয়া দীর্ঘদিন আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৭ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। এদিন সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আমি বারবার করে বলেছি, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তাঁর চিকিৎসা দরকার এবং সেটা দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি পান তিনি। এর পর থেকে তিনি গুলশানের বাড়িতে আছেন।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
২০ মিনিট আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৭ ঘণ্টা আগে