নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা একটাই আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতায় এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ন করতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত ‘জনপ্রশাসনে হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবি’তে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
জাতিসংঘে ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ফারুক। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আপনার কাছে প্রত্যাশা একটাই আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতায় এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ন করতে না পারে। আজ আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। যদি সেটা না পারেন তাহলে ক্ষতি হবে জনগণের।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ফারুক বলেন, শেখ হাসিনা যে অবিচার করেছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। যে দুজন বিচারক তারেক রহমানকে বিনা কারণে সাজা দিয়েছে, খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারা এখনো বহাল তবিয়তে এখনো আছে হাইকোর্টে। আইন উপদেষ্টা আপনি এসব ঘাপটি মারা লোকদের বের করে দেন। না হলে আপনারা শান্তিতে আরেকটি নির্বাচন দিতে পারবেন না। তারা বাধা হয়ে দাঁড়াবে, এটা জনগণের ভাষ্য।
তিনি বলেন, ‘তারেক রহমান বলে দিয়েছেন এই বিপ্লবী সরকারকে আমরা সমর্থন দেব। এই বিপ্লবী সরকারের যাতে কোনো ক্ষতি না হয়। এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সেই দিকে বিএনপির নজর রাখতে হবে। আমরা নজর রাখছি। তাই বলছি, আমরা আপনার সঙ্গে আছি কিন্তু সময় মঈন ইউ আহমেদের মতো দীর্ঘ করা ঠিক হবে বলে মনে করে না জনগণ।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমরা ড. ইউনূসের জন্য দোয়া করি তিনি যেন বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা তারেক রহমান দলবল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। যে ক্ষমতায় মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, গণতন্ত্র অটুট থাকবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বাধীনতা থাকবে।’
জাগ্রত বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা একটাই আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতায় এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ন করতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত ‘জনপ্রশাসনে হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবি’তে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
জাতিসংঘে ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ফারুক। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আপনার কাছে প্রত্যাশা একটাই আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতায় এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ন করতে না পারে। আজ আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। যদি সেটা না পারেন তাহলে ক্ষতি হবে জনগণের।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ফারুক বলেন, শেখ হাসিনা যে অবিচার করেছে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। যে দুজন বিচারক তারেক রহমানকে বিনা কারণে সাজা দিয়েছে, খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারা এখনো বহাল তবিয়তে এখনো আছে হাইকোর্টে। আইন উপদেষ্টা আপনি এসব ঘাপটি মারা লোকদের বের করে দেন। না হলে আপনারা শান্তিতে আরেকটি নির্বাচন দিতে পারবেন না। তারা বাধা হয়ে দাঁড়াবে, এটা জনগণের ভাষ্য।
তিনি বলেন, ‘তারেক রহমান বলে দিয়েছেন এই বিপ্লবী সরকারকে আমরা সমর্থন দেব। এই বিপ্লবী সরকারের যাতে কোনো ক্ষতি না হয়। এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সেই দিকে বিএনপির নজর রাখতে হবে। আমরা নজর রাখছি। তাই বলছি, আমরা আপনার সঙ্গে আছি কিন্তু সময় মঈন ইউ আহমেদের মতো দীর্ঘ করা ঠিক হবে বলে মনে করে না জনগণ।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমরা ড. ইউনূসের জন্য দোয়া করি তিনি যেন বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা তারেক রহমান দলবল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। যে ক্ষমতায় মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, গণতন্ত্র অটুট থাকবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বাধীনতা থাকবে।’
জাগ্রত বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।
দেশে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১১ মিনিট আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৬ ঘণ্টা আগে