নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্চ কমিটি করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। দুর্ভাগ্যবশত এর জন্য রাজনীতিবিদেরাই দায়ী। কেউ এসব ব্যাপারে একটা মামলা পর্যন্ত করেনি। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, এ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে জাতীয় সরকার গঠন করে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ ছাড়া কোনোমতে কোনো প্রকার গণতন্ত্রের উন্নয়ন হবে না।
ইসি গঠন নিয়ে সংলাপ প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, ‘লোকদেখানো ব্যাপার, বর্তমান কাহিনি আমরা জানি। এখানে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, যাদের কোমরে জোর নাই। তাঁরা এসে দেখবেন সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই। তা ছাড়া, এই যে প্রেসিডেন্ট সাহেবের লোকদেখানো চা-চক্র কোনো কাজে আসবে না। তবে প্রেসিডেন্ট সাহেব পাবলিকলি ডাকেন, আমরা শুনি, রাজনৈতিক উন্নয়নে ওনারা কে কী করেছেন। শুধু প্রেসিডেন্টের দাওয়াত খেয়ে কোনো লাভ হবে না।’
জাফরুল্লাহ বলেন, ‘সার্চ কমিটির সভায় কিন্তু অর্থ ব্যয়ের হিসাবটা দেবে না। কত ব্যয় হলো আমরা জানতে পারব না। যেখানে আমাদের পার্লামেন্টে কত দরে বিদেশ থেকে ভ্যাকসিন কিনেছে, তার হিসাব সর্বোচ্চ পরিষদে দেন না। সংসদে এমপি সাহেবরা চুপ করে থাকেন।’
শীতার্তদের মাঝে সাহায্য নিয়ে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। এ বছর গণস্বাস্থ্য কেন্দ্র নিজস্ব অর্থায়নে ৫ হাজার কম্বল বিতরণ করার পরিকল্পনা করেছে। প্রথম ধাপে ৩ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকা, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, শেরপুর সদর ও নালিতাবাড়ী (সোহাগপুর বিধবাপল্লি), নোয়াখালী ও সাতক্ষীরা।
কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর প্রমুখ।
লিংক দিন: ‘নিয়মরক্ষার’ সংলাপ শুরু
সার্চ কমিটি করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। দুর্ভাগ্যবশত এর জন্য রাজনীতিবিদেরাই দায়ী। কেউ এসব ব্যাপারে একটা মামলা পর্যন্ত করেনি। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, এ সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে জাতীয় সরকার গঠন করে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ ছাড়া কোনোমতে কোনো প্রকার গণতন্ত্রের উন্নয়ন হবে না।
ইসি গঠন নিয়ে সংলাপ প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, ‘লোকদেখানো ব্যাপার, বর্তমান কাহিনি আমরা জানি। এখানে এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, যাদের কোমরে জোর নাই। তাঁরা এসে দেখবেন সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই। তা ছাড়া, এই যে প্রেসিডেন্ট সাহেবের লোকদেখানো চা-চক্র কোনো কাজে আসবে না। তবে প্রেসিডেন্ট সাহেব পাবলিকলি ডাকেন, আমরা শুনি, রাজনৈতিক উন্নয়নে ওনারা কে কী করেছেন। শুধু প্রেসিডেন্টের দাওয়াত খেয়ে কোনো লাভ হবে না।’
জাফরুল্লাহ বলেন, ‘সার্চ কমিটির সভায় কিন্তু অর্থ ব্যয়ের হিসাবটা দেবে না। কত ব্যয় হলো আমরা জানতে পারব না। যেখানে আমাদের পার্লামেন্টে কত দরে বিদেশ থেকে ভ্যাকসিন কিনেছে, তার হিসাব সর্বোচ্চ পরিষদে দেন না। সংসদে এমপি সাহেবরা চুপ করে থাকেন।’
শীতার্তদের মাঝে সাহায্য নিয়ে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। এ বছর গণস্বাস্থ্য কেন্দ্র নিজস্ব অর্থায়নে ৫ হাজার কম্বল বিতরণ করার পরিকল্পনা করেছে। প্রথম ধাপে ৩ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকা, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, শেরপুর সদর ও নালিতাবাড়ী (সোহাগপুর বিধবাপল্লি), নোয়াখালী ও সাতক্ষীরা।
কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর প্রমুখ।
লিংক দিন: ‘নিয়মরক্ষার’ সংলাপ শুরু
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
৩ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৫ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৯ ঘণ্টা আগে