নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলটির অভিযোগ পুলিশের হামলায় অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
এর আগে সকালে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিএনপির নেতা কর্মীদের।
সংবাদ সম্মেলনে সালাম অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ নেতা কর্মীদের ওপর হামলা করেছে। অনুষ্ঠানের এক ঘণ্টা আগে থেকেই কর্মসূচির স্থানে ব্যারিকেড দিয়ে রাখে। নেতা–কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া নেতা–কর্মীদের বেধড়ক লাঠি চার্জে গুরুতর আহত করে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হকসহ অসংখ্য নেতা কর্মী গুরুতর আহত হন। কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।
সালাম বলেন, 'সরকার বিএনপিকে দমন করতে অতিমাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্দয় হামলা তারই বহিঃপ্রকাশ।'
সংবাদ সম্মেলনে চন্দ্রিমা উদ্যানের ঘটনায় গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের নাম জানান সালাম। তারা হলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জে এম শামসুল হক, কৃষক দলের শাহজাহান সম্রাট, যুবদলের মো. রুবেল, ছাত্রদলের হাফিজ আহমেদ রাতুল, ইব্রাহিম, সোহাগ, রবিউল, জুম্মন, সোলেমান, মুক্তার, পল্টন থানা বিএনপির নেতা মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান।
চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলটির অভিযোগ পুলিশের হামলায় অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে বুধবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
এর আগে সকালে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিএনপির নেতা কর্মীদের।
সংবাদ সম্মেলনে সালাম অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ নেতা কর্মীদের ওপর হামলা করেছে। অনুষ্ঠানের এক ঘণ্টা আগে থেকেই কর্মসূচির স্থানে ব্যারিকেড দিয়ে রাখে। নেতা–কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া নেতা–কর্মীদের বেধড়ক লাঠি চার্জে গুরুতর আহত করে। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হকসহ অসংখ্য নেতা কর্মী গুরুতর আহত হন। কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।
সালাম বলেন, 'সরকার বিএনপিকে দমন করতে অতিমাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্দয় হামলা তারই বহিঃপ্রকাশ।'
সংবাদ সম্মেলনে চন্দ্রিমা উদ্যানের ঘটনায় গ্রেপ্তার হওয়া নেতা কর্মীদের নাম জানান সালাম। তারা হলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জে এম শামসুল হক, কৃষক দলের শাহজাহান সম্রাট, যুবদলের মো. রুবেল, ছাত্রদলের হাফিজ আহমেদ রাতুল, ইব্রাহিম, সোহাগ, রবিউল, জুম্মন, সোলেমান, মুক্তার, পল্টন থানা বিএনপির নেতা মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
১১ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৪ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১৮ ঘণ্টা আগে