নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো ২৪টি বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই। এরপরেও কেবল অপারেটরা এসব চ্যানেল বন্ধ রেখে লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
সচিবালয়ে সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত। সরকারের পক্ষ থেকে কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, আমরা কোনো চ্যানেল বন্ধ করতেও বলিনি। আমরা আইন বাস্তবায়ন করছি। বিদেশি চ্যানেলকে অবশ্যই বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে হবে। কিন্তু আমাদের দেশে এটি মানা হচ্ছিল না।
‘২৪ টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো পত্রের প্রয়োজন হলে আমরা তা কেবল অপারেটরদের পাঠাবো। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।’
ক্লিন ফিড সম্প্রচার নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করব তারা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধ পরিকর। জনগণের স্বার্থে, মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে, শিল্পী-কলা কৌশলী, সাংবাদিক সবার স্বার্থে এই আইন কার্যকর করেছি। সুতরাং সবার স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ অবস্থান নেবে সেটি কাম্য নয়।
অনেকে কেবল অপারেটরের লাইসেন্স নিতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। প্রয়োজনে আরও লাইসেন্স দেওয়া হবে।
বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো ২৪টি বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই। এরপরেও কেবল অপারেটরা এসব চ্যানেল বন্ধ রেখে লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
সচিবালয়ে সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত। সরকারের পক্ষ থেকে কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, আমরা কোনো চ্যানেল বন্ধ করতেও বলিনি। আমরা আইন বাস্তবায়ন করছি। বিদেশি চ্যানেলকে অবশ্যই বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে হবে। কিন্তু আমাদের দেশে এটি মানা হচ্ছিল না।
‘২৪ টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো পত্রের প্রয়োজন হলে আমরা তা কেবল অপারেটরদের পাঠাবো। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।’
ক্লিন ফিড সম্প্রচার নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করব তারা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধ পরিকর। জনগণের স্বার্থে, মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে, শিল্পী-কলা কৌশলী, সাংবাদিক সবার স্বার্থে এই আইন কার্যকর করেছি। সুতরাং সবার স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ অবস্থান নেবে সেটি কাম্য নয়।
অনেকে কেবল অপারেটরের লাইসেন্স নিতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। প্রয়োজনে আরও লাইসেন্স দেওয়া হবে।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৩ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৯ ঘণ্টা আগে